shono
Advertisement
Election Commission

বিজেপির দাবিতে সায় কমিশনের, পিছিয়ে গেল হরিয়ানার ভোট

পিছিয়ে গেল কাশ্মীর এবং হরিয়ানার ভোটগণনার দিনও।
Published By: Subhajit MandalPosted: 07:24 PM Aug 31, 2024Updated: 08:29 PM Aug 31, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: বিজেপির দাবিতেই সায়। পিছিয়ে গেল হরিয়ানার বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী ১ অক্টোবর এক দফায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের সেই ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। হরিয়ানা এবং কাশ্মীরের বিধানসভার ভোটগণনা হওয়ার কথা ছিল ৪ অক্টোবর। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুই রাজ্যের ভোটগণনা হবে ৮ অক্টোবর।

Advertisement

গত ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর। তবে, হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বড়োরি দিন কয়েক আগে নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটের তারিখ বদলের দাবি জানান।

[আরও পড়ুন: একে একে চার কন্যাসন্তান, সদ্যোজাতকে খুন করে ছাদ থেকে ফেললেন বিদ্রুপে অতিষ্ঠ মা!]

বিজেপির যুক্তি ছিল, ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাঝে একটা দিন বাদ দিয়েই ১ সেপ্টেম্বর রাজ্যের ভোটের জন্য ছুটি থাকবে। আবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ৩ অক্টোবর অগ্রসেন জয়ন্তীর ছুটি রয়েছে। এত লম্বা ছুটিতে ভোটাররা বাইরে বেড়াতে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ভোট কম পড়বে। শুধু বিজেপিই নয়, অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে ভোটের দিন বদলের দাবি জানিয়েছে। ‌১ অক্টোবর রাজস্থানের বিকানেরে বড় মেলা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন হাজির হন। তাই ভোটের দিন পালটানোর দাবি তোলে তারাও। কংগ্রেস অবশ্য সেই সব দাবির বিরোধিতা করে।

[আরও পড়ুন: যৌনাঙ্গে ঢালা হল গরম জল! ত্রিপুরায় উপজাতি নাবালিকা নিগ্রহে ‘চুপ’ বিজেপি]

কিন্তু নির্বাচন কমিশন বিজেপির দাবিতেই সায় দিল। কমিশন সূত্রের খবর, যে কারণে বিজেপি ভোট পিছানোর দাবি জানিয়েছে, সেটা যুক্তিযুক্ত। কমিশনের বক্তব্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী  ১ অক্টোবর ভোট হলে বহু মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। তাই ভোটের দিনক্ষণ বদলানো হল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement