shono
Advertisement

প্রবাসী ভারতীয়দের ভোটাধিকার দিতে তৎপর কমিশন, বিজেপিরই ফায়দা দেখছে বিরোধীরা

প্রবাসীদের মধ্যে ব্যাপকভাবে চলছে মোদি সরকারের প্রচার।
Posted: 10:01 AM Jun 11, 2023Updated: 10:01 AM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবাসী ভারতীয়দের (NRI) ভোটাধিকার দিতে কাজ করছে নির্বাচন কমিশন (Election Commission of India)। এমনটাই দাবি করলেন মুখ‌্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। ‘ইন্ডিয়া- দ্য মাদার অফ ডেমোক্রেসিস অ্যান্ড রোল অফ ইসিআই’ শীর্ষক আলোচনা সভায় তিনি যোগ দিয়েছিলেন শনিবার। সভায় ২০২২ ব‌্যাচের আইএফএস ট্রেনি আধিকারিকদের সঙ্গে তাঁর মত বিনিময়ের সময় প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গটি উঠে আসে।

Advertisement

রাজীব জানান, বিশ্বের বিভিন্ন অংশে বসবাস করেন বহু প্রবাসী ভারতীয়। তাঁদের ভোটাধিকার দেওয়ার ব‌্যাপারে কাজ করছে দেশের নির্বাচন কমিশন। পাশাপাশি তাঁদের ভারতীয় গণতান্ত্রিক ব‌্যবস্থায় অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবিটি নিয়েও কাজ করছে কমিশন।

[আরও পড়ুন: ‘আমার নাম সরান’, ফের NCERT’র উপদেষ্টার পদ থেকে নিজের নাম সরানোর আরজি যোগেন্দ্র যাদবের]

উল্লেখ্য, বিজেপি-বিরোধী রাজনৈতিক মহলের বড় অংশের দাবি, গেরুয়া শিবিরের আশঙ্কা, আগামী লোকসভা নির্বাচনে শুধু দেশে বসবাসকারী নাগরিকদের ভোটে জিততে পারবে না তারা। আর এই আশঙ্কা থেকেই প্রবাসী ভোটের উপর প্রত‌্যাশা বাড়ছে বিজেপির। সম্প্রতি মোদির বিদেশ সফরে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানগুলিতেও তেমনই বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রবাসী ভারতীয়দের মধ্যে ব‌্যাপকভাবে মোদি সরকারের পক্ষে প্রচারের কাজও চলছে।

এদিকে সারা বিশ্বের গণতন্ত্রকে মজবুত করে তুলতে নির্বাচন কমিশনের ভূমিকার উল্লেখ করতেও এদিন দেখা গিয়েছে রাজীবকে। তিনি ভারতে নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জগুলি এবং সোশ্যাল মিডিয়াতে ভুয়ো খবর প্রতিরোধে নির্বাচন কমিশনের প্রচেষ্টার বিষয়গুলিও তুলে ধরেন। মুখ‌্য নির্বাচন কমিশনার আরও বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচনী ফলাফল এবং সুসংহত নির্বাচনের প্রতি কমিশনের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, যা ভারতের জাতীয় শক্তিকে আরও প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের ১.৩৪ কোটিরও বেশি প্রবাসী ভোটারকে ইলেকট্রনিকভাবে ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের সুবিধা দেওয়ার প্রযুক্তিভিত্তিক পদ্ধতির পক্ষেও সওয়াল করেন তিনি।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের শোনানো হবে রামায়ণ, গীতা, ‘দেশভক্ত’ সন্তান গড়তে নয়া উদ্যোগ RSS ঘনিষ্ঠ সংগঠনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement