shono
Advertisement

Breaking News

Repoll

রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচন, কোথায় ফের ভোটাভুটির নির্দেশ দিল কমিশন?

Published By: Sayani SenPosted: 07:27 PM Jun 02, 2024Updated: 08:05 PM Jun 02, 2024

সুদীপ রায়চৌধুরী: রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচন। সোমবার বারাসত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ফের ভোটাভুটি। বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Advertisement

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়ায় ফের ভোট হবে। এছাড়া মথুরাপুরের কাকদ্বীপের শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। সপ্তম দফায় বারাসত এবং মথুরাপুরের এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। তাই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে ফের ভোটাভুটির নির্দেশ দেয় কমিশন।

[আরও পড়ুন: এক্সিট পোলে তৃণমূলের ক্ষরণের ইঙ্গিত! কর্মীদের মনোবল বাড়াতে ভিডিও কনফারেন্সে বৈঠক অভিষেকের]

উল্লেখ্য, বিজেপির তরফে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়। মথুরাপুর লোকসভার ১২টি বুথে আবার ভোটাভুটির দাবি করা হয়। তার মধ্যে সাগর বিধানসভার ২৫৪, ২৬৪, ২৬৫,২৬৭, ২৬৮ নম্বর বুথগুলোতে সিসিটিভি ঠিক মতো কাজ করেনি বলে অভিযোগ। এই লোকসভারই মগরাহাট পশ্চিম বিধানসভার ১৫৫, ১৩১, ৮৬, ৮৭, ৬৬ এই পাঁচটি বুথেও নতুন করে নির্বাচন দাবি করে গেরুয়া শিবির। তাঁদের দাবি, এই বুথগুলোতে রিগিং ও বুথ দখল হয়েছে। কাকদ্বীপ বিধানসভার ১৩১ নম্বর বুথেও ১টা ৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত বুথ দখল ও ভুয়ো ভোট পড়ার অভিযোগে পুনর্নির্বাচনের জন্য কমিশনের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি।

অন্যদিকে, ডায়মন্ড হারবার লোকসভা (Diamond Harbour Lok Sabha) কেন্দ্রের প্রায় ৪০০টি বুথে আবার নির্বাচনের দাবি তোলে পদ্মশিবির। বজবজ, মহেশতলা, ডায়মন্ড হারবার, সাতগাছিয়া, মেটিয়াব্রুজ, বিষ্ণুপুর বিধানসভার বেশ কিছু বুথ এবং ফলতা লোকসভার সব কটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। যদিও বঙ্গের মাত্র ২টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন।

[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে রোহিতকে ধরতে মাঠে ঢুকে পড়লেন ভক্ত! কী করলেন হিটম্যান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার রাজ্যের দুই বুথে পুনর্নির্বাচন।
  • বারাসতের দেগঙ্গার ৬১ নম্বর বুথ এবং কাকদ্বীপের ২৬ নম্বর বুথে ফের ভোটাভুটি।
  • নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার