সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের (Election Commission) হাতে তুলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার বল নির্বাচন কমিশনের কোর্টে। এই তথ্য প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের হাতে শুক্রবার বিকাল পর্যন্ত সময় আছে। প্রশ্ন হল, সেই সময়ের মধ্যে কি এই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে? নাকি স্টেট ব্যাঙ্কের মতো নির্বাচন কমিশনও সময়সীমা বাড়ানোর দাবি জানাবে?
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar) জানিয়ে দিলেন, তেমন কোনও সম্ভাবনা নেই। ইলেক্টোরাল বন্ড তথ্য সঠিক সময়েই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করার কথা জাতীয় নির্বাচন কমিশনের। রাজীব কুমার বুধবার জানিয়েছেন,”কমিশন সব সময় স্বচ্ছতার পক্ষে। যথা সময়েই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করে দেওয়া হবে।” আপাতত ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কাশ্মীরে রাজীব কুমার। সেখানেই তিনি বলেন, “এসবিআই সময়মতোই সব তথ্য আমাদের দিয়েছে। আমরা তা পেয়েছি। আমরাও সময়মতোই তা প্রকাশ করব।”
[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন? মুখ খুললেন রচনা]
গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য দেবে জাতীয় নির্বাচন কমিশনকে। এরপর সেই তথ্য জনসমক্ষে আনবে কমিশন। তবে নির্ধারিত সময়সীমার মাত্র ২ দিন আগে ৪ মার্চ শীর্ষ আদালতে এসবিআই জানায়, ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। ওই তথ্য জমা দিতে আগামী ৩০ জুন পর্যন্ত সময় লাগবে। পালটা এসবিআইকে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ১২ মার্চের মধ্যেই ওই তথ্য জমা দিতে হবে। সেটা ১৫ মার্চের মধ্যে কমিশন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে।
[আরও পড়ুন: ‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের]
সেই নির্দেশ মেনে স্টেট ব্যাঙ্ক (SBI) নির্বাচন কমিশনকে সব তথ্য মঙ্গলবারের মধ্যেই জমা দিয়ে দিয়েছে। এবার কমিশনের পালা সেই তথ্য প্রকাশ করার। নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন শুক্রবারের মধ্যেই সেই তথ্য প্রকাশিত হবে।