shono
Advertisement
Election Commission

বাধ্যতামূলক নয়, তবু ভোটার কার্ড ও আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত কমিশনের, একাধিক প্রশ্ন বিরোধীদের

সুপ্রিম কোর্টের নির্দেশেই জনকল্যাণমূলক প্রকল্প ও প্যান কার্ড ছাড়া কোনও ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়।
Published By: Subhajit MandalPosted: 01:53 PM Mar 19, 2025Updated: 01:53 PM Mar 19, 2025

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হচ্ছে। দেশজুড়ে 'ভূতুড়ে ভোটার কার্ড', 'আধার কার্ড ক্লোনিং'-সহ নানা বিতর্কের মধ্যে মঙ্গলবার নতুন মুখ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে বলা হল, কোন পথে এই দুই কার্ডের সংযুক্তিকরণ করা যায়, তা ঠিক করতে কারিগরি বিশেষজ্ঞ-সহ অন্যান্যদের সঙ্গেও দ্রুত বৈঠক শুরু করা হবে।

Advertisement

তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই জনকল্যাণমূলক প্রকল্প ও প্যান কার্ড ছাড়া কোনও ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৬) ধারায় বলা রয়েছে, আধার নম্বর না দেওয়ার জন্য কোনও ব্যক্তির ভোটার তালিকায় নাম তোলার আবেদন বাতিল করা যাবে না। আধার নম্বর দেওয়াটা ভোটারদের জন্য ঐচ্ছিক। দেশের সব নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে। আধার একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়।

তৃণমূলের অভিযোগ, ভূতুড়ে ভোটার নিয়ে ওঠা অভিযোগ থেকে নজর ঘোরাতেই কমিশনের আধার ও এপিক সংযোগের উদ্যোগ। বাংলায় কীভাবে একই এপিক নম্বরে ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকে গেল তার কোনও সদুত্তর দিতে পারছে না কমিশন। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আধার ও এপিক সংযোগের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা কমিশনকে নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে নতুন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমারের আহ্বানে আধার প্রস্তুতকারক সংস্থা ইউআইডিএআই-এর সিইও-র বৈঠক হয়। উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সংসদীয় মন্ত্রকের সচিব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব-সহ অন্যান্য কারিগরি বিশেষজ্ঞ। বৈঠক শেষে কমিশন জানায়, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩২৬ অনুযায়ী শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকই ভোট দিতে পারেন। আধার কার্ড কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসাবে কাজ করে। একইসঙ্গে বলা হয়, ভোটার কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণ হবে সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ২৩(৪), ২৩(৫) ও ২৩(৬) আইন ও সুপ্রিম কোর্টের ২০২৩ সালে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের ১৮ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী। উল্লেখ্য, সেই নির্দেশের দ্বিতীয় অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ভোটার (সংশোধনী) নিয়ম ২০২২-এর ২৬-বি নিয়ম অনুযায়ী আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ শুরু করা হচ্ছে।
  • দেশজুড়ে 'ভূতুড়ে ভোটার কার্ড', 'আধার কার্ড ক্লোনিং'-সহ নানা বিতর্কের মধ্যে মঙ্গলবার নতুন মুখ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন।
  • একইসঙ্গে বলা হল, কোন পথে এই দুই কার্ডের সংযুক্তিকরণ করা যায়, তা ঠিক করতে কারিগরি বিশেষজ্ঞ-সহ অন্যান্যদের সঙ্গেও দ্রুত বৈঠক শুরু করা হবে।
Advertisement