shono
Advertisement

কৃত্রিম পা পরে নয়া জীবন পেল মোশা

মোশার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিলেন থের্ডচাই৷ কষ্টের দিনগুলো মুছে ফেলে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠল মেয়ে হাতিটি৷ সেই দুর্ঘটনার দশ বছর কেটে গিয়েছে৷ The post কৃত্রিম পা পরে নয়া জীবন পেল মোশা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 AM Jul 02, 2016Updated: 05:06 PM Feb 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোশার বয়স তখন মাত্র সাত মাস৷ ল্যান্ডমাইনের উপর ভুল করে পা দিয়ে ফেলেছিল থাইল্যান্ডের ছোট্ট এই হাতিটি৷ প্রচন্ড বিস্ফোরণে সামনের বাঁ-পা খোয়া যায় তার৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ল্যামপ্যাং প্রদেশের এশিয়ান এলিফ্যান্ট ফাউন্ডেশনে৷ মোশাকে বাঁচানো গেলেও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে৷ বাঁ-পা ছাড়া ৬০০ কেজি ওজনের শরীরটা টানতে বেশ কষ্ট হত তার৷ নিচু হয়ে হাঁটতে হত বলে শিরদাড়ায় চাপ পড়ত৷ দু’বছর পর তাকে নতুন জীবন দিলেন পশু চিকিৎসক থার্ডচাই জিভাকেট৷

Advertisement

মোশার জন্য প্রথমবার কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিলেন থার্ডচাই৷ কষ্টের দিনগুলো মুছে ফেলে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠল মেয়ে হাতিটি৷ সেই দুর্ঘটনার দশ বছর কেটে গিয়েছে৷ সম্প্রতি নবম কৃত্রিম পা পেয়েছে সে৷ মোশার চিকিৎসক বলছেন, “ঠিক মতো হাঁটতে না পারায় ওর শিরদাড়া ক্রমশ ঝুঁকে যাচ্ছিল৷ হয়তো বেশিদিন বাঁচানো যেত না ওকে৷” মোশা এখন বিন্দাস মেজাজে থাকে৷ বয়সের সঙ্গে সঙ্গে তার ওজনও বেড়ে হয়েছে ২ হাজার কেজি৷ মানুষের মতো কথা বলে চিকিৎসককে ধন্যবাদ জানাতে পারে না ঠিকই, তবে মনে মনে থের্ডচাইয়ের প্রতি সে নিঃসন্দেহে দারুণ কৃতজ্ঞ সে৷

মায়ানমার মিলিটারি ও স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে বিরোধের জেরে থাই উপত্যকায় প্রচুর ল্যান্ডমাইন বসানো রয়েছে৷ যার শিকার হয়েছিল আরও একটি হাতি৷ পরে তার জন্যও কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছিল৷

The post কৃত্রিম পা পরে নয়া জীবন পেল মোশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement