রাজকুমার, আলিপুরদুয়ার: জলদাপাড়া জাতীয় উদ্যানে ফের হাতির মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে দাঁতালের। একটি সেগুন বাগানে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। জলদাপাড়ার মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
শনিবার সকালে ওই এলাকার জলদাপাড়া জাতীয় উদ্যানের পূর্ব দেওগাঁও এলাকার একটি সেগুন বাগানে যান স্থানীয়রা। সেখানেই হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। পরে জলদাপাড়ার মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। হাতির দেহ উদ্ধার করেন বনকর্মীরা। মৃত হাতির ময়নাতদন্ত করছে বনদপ্তর। মৃত হাতির দেহাংশ অক্ষত রয়েছে বলে জানিয়েছে বনদপ্তর।
[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]
জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিৎ দে বলেন, “তড়িদাহত হয়ে হাতির মৃত্যু হয়েছে। এই বেআইনি বিদ্যুতের তারের বেড়া কে বা কারা দিয়েছে, তাও জানতে পেরেছি আমরা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, সম্প্রতি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া এলাকায় বেআইনি বিদ্যুতের তারে জড়িয়ে হাতির মৃত্যু হয়। রেলে কাটা পড়ে ডুয়ার্সের নাগরাকাটাতেও হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে অসম-বাংলা সীমানায় সঙ্কোশ নদীতে হাতির কাটা মুণ্ড উদ্ধার হয়। লাগাতার হাতি মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।