shono
Advertisement

বিলাসবহুলভাবে কোয়ারেন্টাইন যাপনের হাতছানি, এলাহি আয়োজন শিলিগুড়ির হোটেলে

কোয়ারেন্টাইনের অব্যবস্থা নিয়ে অভিযোগের দিন শেষ। The post বিলাসবহুলভাবে কোয়ারেন্টাইন যাপনের হাতছানি, এলাহি আয়োজন শিলিগুড়ির হোটেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Jun 02, 2020Updated: 04:47 PM Jun 02, 2020

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে একাধিক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বহু মানুষকে। শিলিগুড়িতে সেই সমস্যা সমাধানের পথে। কারণ, এবার অভিজাত হোটেলে মিলবে কোয়ারেন্টাইন যাপনের সুযোগ। যদিও তার জন্য খরচ দিতে হবে ওই ব্যক্তিকেই। তবে বন্দোবস্ত নিয়ে কোনও কথা হবে না। মিলবে প্রোটিনযুক্ত সুষম আহার ও নিশ্ছিদ্র নিরাপত্তা। একসঙ্গে বহু মানুষ থাকতে চাইলেও রয়েছে বিকল্প ব্যবস্থা। 

Advertisement

দার্জিলিংয়ের জেলাশাসক পুন্নমবালম এস বলেন, “অনেক সময় দেখা যাচ্ছে বাইরে থেকে এসে বহু মানুষ পাড়ায় ঢুকতে পারছেন না। কারণ, সংক্রমণের ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু সরকারি কোয়ারেন্টাইনে থাকতে রাজি নন ভিনরাজ্যে বা বিদেশ ফেরত ওই লোকেরা। তাদের জন্যই এই বন্দোবস্ত। জেলাশাসকের কথায়, হোটেলে থাকলেও সরকারি সম্পূর্ণ সহায়তা তাঁরা পাবেন। যেভাবে সরকারিকরণের চিকিৎসা করানো হয় কিংবা শারীরিক পরীক্ষা করানো হচ্ছে এখানেও সেই সমস্ত সুবিধা পাবেন প্রত্যেকে। সরকারি প্রতিনিধিরা প্রতিনিয়ত তাঁদের খোঁজ রাখবেন। 

ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর শিলিগুড়ির ১১ টি হোটেলে এই পরিষেবা চালু করা হয়েছে। বাইরের রাজ্য থেকে আসা কেউ চাইলেই এই হোটেলগুলিতে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। মিলবে কোয়ারেন্টাইনের সব সুবিধাই। ইতিমধ্যেই চল্লিশ শতাংশ ভাড়া কমানোর কথা বলা হয়েছে হোটেলগুলিকে। সরকারি নির্দেশিকায় শিলিগুড়ির ডলি ইন, হোটেল হেরিটেজ, দ্য কাঞ্চনজঙ্ঘা লজ, হোটেল সেন্ট্রাল পার্ক, হোটেল স্বস্তিক, হোটেল স্বস্তিক রেসিডেন্সি, হোটেল হলিডন, হোটেল মাউন্টনভিউ, হোটেল সচিত্র, ম্যারিয়ট ও আরিয়া হোটেলে এই পেইড কোয়ারেন্টাইন চালু করা হয়েছে।

[আরও পড়ুন: করোনা সন্দেহে গ্রামে ঢুকতে বাধা, চিকিৎসায় দেরি হওয়ায় প্রাণ গেল জন্ডিস আক্রান্ত যুবকের]

বিধানরোডের ডলি ইন হোটেলের কর্ণধার বাবলা ঘোষ জানিয়েছেন, সরকারি নির্দেশে তাঁদের হোটেলকে তালিকায় রাখা হয়েছে। ৪০ শতাংশ দাম কমিয়ে তিনি হোটেলের ঘর গুলিকে কোয়ারেন্টাইন এর জন্য ছেড়ে দিয়েছেন। প্রতিটি ঘর জীবাণুমুক্ত করার পরই ঢোকার ছাড়পত্র মিলছে সেখানে। তবে স্ক্রিনিংয়ের মাধ্যমে হোটেলে প্রবেশ করানো হবে প্রত্যেককে। রান্নাবান্নার ক্ষেত্রেও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে। তবে ইচ্ছে মতো মেনু এই মুহূর্তে মিলবে না। নির্দিষ্ট কিছু খাবারই তালিকায় থাকবে। যদিও মিলবে মাছ, মাংস, ডিম।  

[আরও পড়ুন: কোয়ারেন্টাইন না মেনে এলাকায় ঘুরছে মহারাষ্ট্র ফেরত যুবক! প্রতিবাদ করায় খুন প্রতিবেশীকে]

প্রশাসনের তরফে অবশ্য হোটেলগুলিকে কোয়ারেন্টাইন হিসেবে চালু করার অনুমতি দেওয়ার পাশাপাশি সর্তকতাও জারি করেছে। হোটেল মালিকদের বলা হয়েছে, হোটেল কর্মীদের সমস্ত সুরক্ষা মেনে কাজ করতে হবে। কোয়ারেন্টাইনে আসা প্রত্যেকের সঙ্গে থাকা সামগ্রী ও ওই ব্যক্তিকেই স্যানিটাইজ করতে হবে। সম্পূর্ণ সুরক্ষা যাতে মেনে চলা হয় সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে কোয়ারেন্টাইনে আসা মানুষদের সংস্পর্শে না আসেন সেদিকেও নজর রখতে হবে। হোটেল কর্মীদের প্রশাসনের তরফে পিপিই কিট ও পোশাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

The post বিলাসবহুলভাবে কোয়ারেন্টাইন যাপনের হাতছানি, এলাহি আয়োজন শিলিগুড়ির হোটেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement