সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের প্রস্তাবিত লড়াইয়ের ময়দান ছিল লাস ভেগাসের অক্টাগন। এবার সেটাই পালটে গেল কলোসিয়ামে। টুইটার কর্তাকে তাঁর ব্লগ প্ল্যাটফর্মের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। যিনি শীঘ্রই ‘থ্রেডস’ নামের নতুন ব্লগ প্ল্যাটফর্ম আনতে চলেছেন বলে খবর। এই বিষয়েই এলন মাস্ক (Elon Musk) জুকারবার্গকে আহ্বান জানান লড়াইয়ের ময়দানে মুখোমুখি লড়াইয়ে নামার।
মাস্কের ভাষায় ‘কেজ ম্যাচ’– অর্থাৎ বক্সিং রিংয়ের মতো ঘেরা রিংয়ের মধ্যে মুখোমুখি দুই যুযুধানের লড়াই। জবাবে মার্ক বলেন, তাঁকে জায়গাটা শুধু জানিয়ে দিতে হবে। তাতে প্রথমে এলন মাস্ক লাস ভেগাসের ইউএফসি অক্টাগনের কথা বললেও, এবার সেটাই পালটে হয়ে গেল রোমের কলোসিয়াম।
[আরও পড়ুন: ‘আরও একটা সেঞ্চুরি পাব না’, ৬৮-তেই জীবন শেষের গান শুনছেন পারকিনসন্স আক্রান্ত বর্ডার]
মধ্যযুগে রোমের এই কলোসিয়াম গ্ল্যাডিয়েটরদের মুখোমুখি লড়াইয়ের প্রান্ত হিসাবে চিহ্নিত হত। প্রতিপক্ষে থাকত কখনও ক্ষুধার্ত পশু, কখনও আমৃত্যু লড়াইয়ের শর্তে থাকা দাস। সেই কলোসিয়ামকেই লড়াইয়ের ক্ষেত্র হিসাবে বেছে নিলেন বর্তমানে টেক দুনিয়ার দুই জায়ান্ট। শুক্রবার টুইট করে টেসলা সিইও জানান, ‘লড়াইটা কোলোসিয়ামে হলে কেমন হয়?’
টুইটার কর্তার আচার আচরণ এমনিতেই খুব একটা আগাম বোঝার সুযোগ থাকে না। কখন আস্তিনের ভিতর থাকা তাস কিংবা ছুরি বের করবেন টেসলা কর্তা, তা বোঝা বেশ কঠিন। ফলে কলোসিয়ামের নাম প্রস্তাব করে কোন চাল দিলেন এলন মাস্ক তা নিয়ে নেট দুনিয়ায় দিনভর চর্চা চলছেই। বছর পঞ্চাশের দীর্ঘদেহী এলন মাস্ক তুলনায় ছিপছিপে জুকেরবার্গের থেকে শারীরিকভাবে এগিয়েই রয়েছেন। কিন্তু ফেসবুক কর্তার পকেটে রয়েছে মার্শাল আর্টের অভিজ্ঞতা। সত্যিই যদি তাঁরা মাঠে নামেন কেমন হতে পারে, তা নিয়েও সরগরম সোশ্যাল মিডিয়া। তবে সিলিকন ভ্যালির টুর্নামেন্টে যে বাজার গরম তাতে সন্দেহ নেই।