shono
Advertisement

আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের!

অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷ The post আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 PM Sep 15, 2016Updated: 03:37 PM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷ অনস্ক্রিন আলিয়ার সঙ্গে প্রেম করতে তীব্র আপত্তি বলিউডের সিরিয়াল কিসারের৷ সম্প্রতি আলিয়ার বিপরীতে ইমরানকে একটি ছবির অফার দেওয়া হলে, সাফ সেই অফার ফিরিয়ে দেন অভিনেতা৷ কানাঘুষো শোনা গিয়েছে ‘রোম্যান্টিক-কমেডি’ ছবিটিতে আলিয়ার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য শুট করার প্রস্তাব পেয়েছিলেন ইমরান৷ কিন্তু গোটা বিষয়টি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি৷

Advertisement

কিন্তু হঠাৎ এমন কী হল? আলিয়ার সঙ্গে কেন কাজ করতে চাইছেন না ইমরান? আসলে ইমরান আলিয়ার তুতো ভাই৷ আর ছোট বোনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে অস্বস্তি হবে অভিনেতার৷ তাই আলিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন তিনি৷

বোনকে অনস্ক্রিনেও অন্য নজরে দেখবেন না দাদা!

The post আলিয়ার সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে আপত্তি ইমরানের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement