সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেশাদার পরিচালক ও প্রযোজক। এই অভিযোগে ‘চিনে বাদাম’ সিনেমা ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন নায়ক যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। মুক্তির ঠিক আগেই যশের এই ঘোষণায় চূড়ান্ত হতাশ অভিনেত্রী-প্রযোজক এনা সাহা (Ena Saha) এবং পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলেন এনা। যশের এই ঘটনায় কতটা কষ্ট পেয়েছেন। তা জানান অভিনেত্রী তথা ছবির অন্যতম প্রযোজক।
সৃজনশীলতার দিক থেকে দুই তরফে মতপার্থক্যের জন্যই ‘চিনে বাদাম’ ছবি ছাড়ছেন। গত ৫ জুন সোশ্যাল মিডিয়ায় একথা জানান যশ। পরে তাঁর মুখপাত্র জানান, চূড়ান্ত অপেশাদার ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। দিনের পর দিন তিনি এসব সহ্য করছিলেন। কিন্তু আর সহ্য করতে পারেননি। এরপর থেকে ছবি সম্পর্কিত আর কোনও পোস্ট বা কাজ করবেন না যশ। ছবির প্রিমিয়ারেও অংশ নেবেন না তিনি।
[আরও পড়ুন: ‘মিও আমোরে’র পর এবার রূপঙ্করকে বয়কট কলকাতার নামী রেস্তরাঁর, বাজবে না শিল্পীর গান?]
যশের ঘোষণার পর মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা এবং ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। সাংবাদিক বৈঠকের শুরুতেই কেঁদে ফেলেন এনা। পরে নিজেকে সামলে নিয়ে অভিনেত্রী জানান, কেন আচমকা যশ এমন ঘোষণা করেছেন, তা বুঝতে পারছেন না তিনি। যশের এই ধরনের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছেন বলে জানান তিনি। নায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। পারেননি। আচমকা যশের এই সিদ্ধান্তের কারণ কী? তা জানতে নুসরত জাহানকেও ফোন করেছিলেন এনা। কিন্তু ফোনে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
যশের এমন ঘোষণায় অবাক হয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিকও। ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশনে কাজ সম্পূর্ণ। ফলে এখন আর সৃজনশীলতার দিক থেকে মতপার্থক্যের সুযোগ নেই বলেই জানান তিনি। কী নিয়ে সমস্যা। তা এখনও নিশ্চিতভাবে বুঝে উঠতে পারছেন না পরিচালক শিলাদিত্য মৌলিক। তবে চতুর্থ গান নিয়ে যশের আপত্তি থাকতে পারে বলে মনে করছেন তিনি। অবশ্য যা সমস্যা তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে মনে করছেন এনা ও শিলাদিত্য।
এনার প্রযোজনাতেই ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ সিনেমা পরিচালনা করছেন শিলাদিত্য। তাতে আবার জুটি বেঁধেছেন যশ-নুসরত। সেই সিনেমার ভবিষ্যৎ কী? তা বুঝতে পারছেন না এনা-শিলাদিত্য। আশা করছেন, সেই সিনেমার মুক্তির আগেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে।