shono
Advertisement

দেবীর আরাধনা হলে নারীর কেন নয়? মহালয়ায় প্রশ্ন তুলবে এনা সাহার ‘মহামায়া’

মহালয়ার দিনই ভিডিওটি মুক্তি পাবে অনলাইনে। The post দেবীর আরাধনা হলে নারীর কেন নয়? মহালয়ায় প্রশ্ন তুলবে এনা সাহার ‘মহামায়া’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:16 PM Sep 15, 2020Updated: 04:16 PM Sep 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহামায়া’। কোথাও বর্ণিত বিসদৃশ-প্রতীতি-সাধিকা ঈশ্বরশক্তি হিসেবে, কোথাও অঘটন-ঘটন-পটীয়সী ব্রহ্মাত্মিকা শক্তি। কখনও তিনি হিমালয় কন্যা, কখনও শিবের অর্ধাঙ্গিনী, কখনও আবার বাঙালির একান্ত আপন উমা। শরৎকালে যখন দেবী দুর্গা (Durga) রূপে মর্ত্যে ফিরে আসেন, বাঙালি পরম যত্নে তাঁকে আপন করে নেয়। খড়ের কাঠামোয় পড়ে মাটির প্রলেপ। রঙের প্রলেপ, আভরণে সেজে শিল্পীর হাতে রূপ পায় চিন্ময়ী মূর্তি। করোনা সংকটের আবহেও শক্তির আরাধনায় (Durga Puja) মাতবে মানুষ। শক্তির এই আরাধনা কি শুধুমাত্র চিন্ময়ী দেবীর জন্য? রক্তমাংসের দেবীর কোনও গুরুত্ব নেই? এই প্রশ্ন নিয়ে মহালয়ার দিন মুক্তি পাবে এনা সাহা অভিনীত ‘মহামায়া’।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় প্রকাশ্যে সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্তা মদ্যপ ট্যাক্সি চালকের, গ্রেপ্তার অভিযুক্ত]

২০২০-তে দাঁড়িয়েও লিঙ্গ বৈষম্য চর্চার বিষয়। এখনও কন্যা সন্তানের জন্মানোর আক্ষেপ থাকে। জন্মের আগে কন্যাভ্রুণ হত্যা হয়। শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটে। রাতে বাড়ি ফেরার পথে কর্মরতা মহিলাকে হেনস্তার শিকার হতে হয়। কর্মক্ষেত্রে কোনও মহিলা এগিয়ে গেলে তাঁর নেপথ্যে কোনও পুরুষের ভূমিকা রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। কেন? ছোট্ট এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছেন রক্তমাংসের মৃণ্ময়ী দেবী। সেই উত্তরের তাগিদেই তৈরি ‘মহামায়া’। যেখানে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এনা সাহা (Ena Saha)। আর দেবী দুর্গার চরিত্রে এক পুরুষকে বেছেছেন পরিচালক অমিত বিট্টু দে।

জারেক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই ভিডিওয় দুর্গায় ভূমিকায় অভিনয় করেছেন গৌরব। মহিষাসুরের চরিত্রে দীপায়ন ঘোষ। বিশেষ চরিত্রে দেখা যাবে সনাতন রুদ্র পালকে। রাহুল রায়ের চিত্রনাট্যে সংগীত সাজিয়েছেন ডিজে আলভি। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সূরজ দাস। সম্পাদনায় ছিলেন প্রণয় দাশগুপ্ত। প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) দর্শকদের জন্য নিয়ে আসছেন এনা সাহা। এবার মহালয়ার দিন অনলাইনে আনছেন ‘মহামায়া’।

[আরও পড়ুন: রিয়া চক্রবর্তীর সঙ্গে রেখার তুলনা দক্ষিণী সংগীতশিল্পীর, স্মরণ করালেন অতীতের কাহিনি]

The post দেবীর আরাধনা হলে নারীর কেন নয়? মহালয়ায় প্রশ্ন তুলবে এনা সাহার ‘মহামায়া’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement