shono
Advertisement

লক্ষ্ণৌয়ে সন্দেহভাজন জঙ্গির সঙ্গে গুলির লড়াই পুলিশের

ঘিরে ফেলা হয়েছে বাড়িটি... The post লক্ষ্ণৌয়ে সন্দেহভাজন জঙ্গির সঙ্গে গুলির লড়াই পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Mar 07, 2017Updated: 12:18 PM Mar 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের সঙ্গে সন্দেহভাজন জঙ্গির গুলির লড়াই শুরু হয়েছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের ঠাকুরগঞ্জে। যে বাড়িতে জঙ্গি লুকিয়ে রয়েছে, তা ঘিরে ফেলেছে পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে চলছে এনকাউন্টার। দিনেদুপুরে এই ঘটনায় আতঙ্কের ছায়া শহরজুড়ে। রাজ্যের পুলিশ প্রধান জাভেদ আহমেদ গুলির লড়াইয়ের সত্যতা স্বীকার করেছেন।

Advertisement

টানা ৬৭টি গান বাদ্যযন্ত্রে বাজিয়ে রেকর্ড দৃষ্টিহীন সংগীতশিল্পীর

সূত্রের খবর, মধ্যপ্রদেশের খন্ডবায় এক রেলদুর্ঘটনায় নাম জড়িয়েছিল এই জঙ্গির। তবে সুরক্ষার কারণে এখনই এই জঙ্গির নাম বলতে চাইছে না পুলিশ। উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখার কাছে আগেই খবর ছিল, পুরনো লক্ষ্ণৌয়ের এই ঘিঞ্জি এলাকায় গা ঢাকা দিয়েছে কোনও জঙ্গি। সেইমতোই এদিন অভিযান চালায় পুলিশ। ঘিরে ফেলে বাড়িটি। শুরু হয় গুলির লড়াই।

দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের

The post লক্ষ্ণৌয়ে সন্দেহভাজন জঙ্গির সঙ্গে গুলির লড়াই পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement