shono
Advertisement

Breaking News

চিঠিতে অসংখ্য ব্যাকরণগত ভুল, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইংরাজি শেখালেন বৃদ্ধা শিক্ষিকা

ভুল শুধরে চিঠি ফেরত পাঠালেন হোয়াইট হাউসে৷ The post চিঠিতে অসংখ্য ব্যাকরণগত ভুল, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইংরাজি শেখালেন বৃদ্ধা শিক্ষিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 PM May 28, 2018Updated: 08:41 PM May 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া কড়া ইংরাজিতে প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকেন তিনি৷ কখনও বিষোদ্গার করেন প্রতিপক্ষের বিরুদ্ধে, কখনও ঘোষণা করেন দেশের নয়া নীতি৷ এহেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক ইংরাজির পাঠ পড়ালেন ৬১ বছরের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকা৷ একগুচ্ছ ভুল সংশোধন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেরিত একটি চিঠির৷

Advertisement

[দু’টি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া, তবে মিলছে না মুক্তি]

আটলান্টার বাসিন্দা ভোনে মাসোন পেশায় ছিলেন একটি মার্কিন স্কুলের ইংরাজি শিক্ষিকা৷ কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তিনি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি অনুরোধ করে চিঠি লিখেছিলেন৷ প্রেসিডেন্টের কাছে ৬১ বছরের বৃদ্ধার আরজি ছিল, ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডা হাইস্কুলে যে আততায়ীর হামলা হয়, সেখানে মৃতদের পরিবারকে একবার যেন দেখতে আসেন ট্রাম্প৷ মাসোনের চিঠি পাওয়ার পরে তাঁকে চটজলদি উত্তর দেয় হোয়াইট হাউস৷ তবে সেই চিঠিতেই ঘটে যত বিপত্তি৷

[পাকিস্তানে ক্রমাগত বাড়ছে অমুসলিম ভোটারের সংখ্যা, শীর্ষে হিন্দুরাই]

বৃদ্ধা ভোনে মাসোন জানান, চিঠিটা হাতে পাওয়ার পরে অবাক হন তিনি৷ ইংরাজিতে লেখা সেই চিঠিতে ভরতি ছিল ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল ভুল৷ যেহেতু শিক্ষিকা ছিলেন তাই নিজেকে সামলাতে পারেননি৷ সমস্ত ভুল সংশোধন করে তা আবার ফেরত পাঠিয়ে দেন হোয়াইট হাউসের উদ্দেশে৷ পাঠানোর আগে সংশোধন করা চিঠির একটি ছবিও তুলে নেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় চিঠিটি আসতেই ভাইরাল হয়৷ শুরু হয় ট্রোল৷

The post চিঠিতে অসংখ্য ব্যাকরণগত ভুল, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইংরাজি শেখালেন বৃদ্ধা শিক্ষিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement