সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার নতুন করে আলোচনার শীর্ষে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এবার ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিডকে সমর্থন ইফি’র ৩ জুরি সদস্যের। তাঁরাও মনে করেন, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ইফি’র তিন জুরি সদস্য জিনকো গোতো, পাসকালে চাভান্স, জেভিয়ার অ্যাংগুলো বার্তুরেন জানান, “ইফি’র শেষ দিনে প্রদর্শিত ১৫তম ছবি ছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। আমাদেরও দেখে মনে হয়েছে এটি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি একটি ছবি। সত্যিই হিংসাত্মক। শৈল্পিক দিক দিয়ে বিচার করলেও ছবিটি এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনযোগ্য নয়। চলচ্চিত্র উৎসবের মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঠিক নয়। আমরা নাদাভ লাপিডকে সমর্থন করছি। তাঁকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অনুচিত।”
[আরও পড়ুন: ‘১০০ কোটি টাকা চাই’, মুম্বইয়ের কনসার্টে ঘোষণা অরিজিৎ সিংয়ের]
পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে ইজরায়েলি পরিচালকের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন সেদেশের রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon)। তবে এত কিছুর পরেও তবে এত কিছুর পরেও নিজের মন্তব্যে প্রথমে অনড় ছিলেন খোদ নাদাভ লাপিড। শেষমেশ যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন পরিচালক। বলেন, “আমি কাউকে অপমান করতে চাইনি। যাঁরা সত্যিই এই দুর্দশার স্বীকার হয়েছেন তাঁদের আত্মীয়দের অসম্মান করা আমার লক্ষ্য ছিল না। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।” যদিও ইজরায়েলি পরিচালকের ক্ষমাপ্রার্থনাকে গুরুত্বই দিতে নারাজ বিবেক অগ্নিহোত্রী।