সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে ১৪ জানুয়ারি মুম্বইয়ের ওরলিতে গোটা বলিউড একত্রিত হয়েছিল৷ দেশজুড়ে অসংখ্য সিনেমাপ্রেমীদেরও মনে মনে প্রশ্ন ছিল, ফিল্মফেয়ারের বিচারে কে হবেন এবছরের সেরা অভিনেতা-অভিনেত্রী?
বহু প্রতীক্ষিত সেই উত্তর মিলল৷ তবে উত্তরটা কি খুব একটা অজানা ছিল? অনেকেই এমনটা মানতে চাইছেন না৷ ‘দঙ্গল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য ৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেলেন আমির খান৷ সেরা অভিনেতার তকমা পাওয়াটা যিনি জলভাত করে ফেলেছেন৷
সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট, ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে এক বিহারি মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য৷
বছরের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘দঙ্গল’৷ ওই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নীতেশ তিওয়ারি৷
‘নীরজা’-র জন্য সোনম কাপুর সমালোচকদের কাছ থেকে সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন৷ ক্রিটিকদের বিচারে সেরা অভিনেতা শাহিদ কাপুর ও মনোজ বাজপেয়ী৷ যথাক্রমে উড়তা পাঞ্জাব ও আলিগড় সিনেমার জন্য৷
ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় গান গেয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার জিতেছেন অরিজিৎ সিং৷ সুলতান-এ গান গেয়ে সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার নেহা ভাসিন৷
‘নীরজা’ ও ‘কাপুর অ্যান্ড সন্স’ এই দুটি সিনেমাই বিভিন্ন বিভাগে পাঁচটি করে পুরস্কার জিতে নিয়েছে৷
‘পিঙ্ক’ সিনেমায় সেরা ডায়লগের জন্য পুরস্কৃত হয়েছেন রীতেশ শাহ৷
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় সেরা মিউজিক অ্যালবামের জন্য পুরস্কৃত হয়েছেন প্রীতম৷
The post ফিল্মফেয়ারের বিচারে সেরা আমির, আলিয়া appeared first on Sangbad Pratidin.