shono
Advertisement

Breaking News

সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির-সোহিনী, দেখুন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম।
Posted: 12:23 PM Jul 11, 2022Updated: 12:23 PM Jul 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। অরিন্দম শীল পরিচালক ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে। প্রকাশ্যে ছবির অফিশিয়াল পোস্টার। 

Advertisement

গোয়েন্দা গল্প সিনেমার পর্দায় তুলে ধরতে ভালবাসেন অরিন্দম শীল (Arindam Sil)।  কখনও লালবাজারের শবর দাশগুপ্তর কাহিনি বলেন, কখনও আবার ‘মিতিন মাসি’র গল্প বলেন। প্রথম ছবি ‘আবর্ত’র পরই ‘এবার শবর’ তৈরি করেছিলেন পরিচালক। তারপর ২০১৫ সালে তিনি প্রথমবার ব্যোমকেশের কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেন। সে বছর মুক্তি পেয়েছিল ‘হর হর ব্যোমকেশ’। এই ছবিতেই প্রথমবার ব্যোমকেশ ও সত্যবতী হিসেবে জুটি বাঁধেন আবির-সোহিনী। 

[আরও পড়ুন: শাহরুখ-সলমনের প্রতিবেশী হলেন রণবীর-দীপিকা, ফ্ল্যাটের দাম জানলে চমকে যাবেন]

রিল লাইফের এই জুটিকে বেশ পছন্দ করেন দর্শকরা। তাঁদের নিয়েই আবার ‘ব্যোমকেশ পর্ব’ ও ‘ব্যোমকেশ গোত্র’ তৈরি করেন অরিন্দম। ‘ব্যোমকেশ গোত্র’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তার চার বছর পর ২০২২ সালের ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ (Byomkesh Hotyamancha)।

শোনা গিয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্প অবলম্বনে তৈরি নতুন এই সিনেমা। আর তাতে আবির-সোহিনী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। এই প্রথমবার অরিন্দম শীলের পরিচালনায় কাজ করলেন তিনি। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ ছবিতে অজিতের ভূমিকায় অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনকে। সাতের দশকের প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজানো হয়েছে বলে খবর।  

[আরও পড়ুন: নির্লজ্জ! ইদের দিন ‘অশালীন’ পোশাক পরায় নেটিজেনদের রোষানলে উরফি জাভেদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement