shono
Advertisement

‘KYC আপডেট’ করতে গিয়ে বিপত্তি! লক্ষাধিক টাকা খোয়ালেন আফতাব শিবদাসানি

পুলিশের দ্বারস্থ অভিনেতা।
Posted: 07:27 PM Oct 10, 2023Updated: 07:27 PM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে কাজ বিশেষ নেই। এর মধ্যেই সাইবার প্রতারণার শিকার হলেন অভিনেতা আফতাব শিবদাসানি (Aftab Shivdasani)। ‘KYC আপডেট’-এর মেসেজেই বিপত্তি। লক্ষাধিক টাকা খোয়ালেন বলিউডের তারকা।

Advertisement

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন আফতাব। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘শাহেনশা’, ‘চালবাজ’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। তারপর নায়ক হিসেবে সফর শুরু করেন ‘মস্ত’ সিনেমার মাধ্যমে। চকোলেট হিরো হিসেবে খ্যাতি পান আফতাব। ‘কসুর’, ‘পিয়াসা’, ‘মস্তি’, ‘ক্যায়া কুল হ্যায় হাম’-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সাফল্যের গ্রাফ সময়ের সঙ্গে সঙ্গে নিচের দিকে নামতে থাকে।

[আরও পড়ুন: ‘কী ব্যাপার মহিষাসুর…’, দুর্গা সেজে হাজির অপরাজিতা আঢ্য, ফোনেই দিলেন অসুরকে ধমক]

শেষবার ২০২১ সালে মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম ‘কোটিগোব্বা ৩’তে দেখা গিয়েছে আফতাবকে। সে বছরই ‘স্পেশাল অপস ১.৫: দ্য হিম্মত স্টোর’তে বিজয় কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তারপর আর তেমন কোনও কাজ অভিনেতার ফিল্মোগ্রাফিতে নেই। তবে সোশাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করেন আফতাব।

জানা গিয়েছে, গত রবিবার সাইবার প্রতারণার শিকার হন আফতাব। অভিনেতার ফোনে মেসেজ আসে, অবিলম্বে KYC আপডেট করতে হবে নইলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। অভিনেতা মেসেজে পাঠানো লিঙ্কে ক্লিক করে ফেলেন। তাতেই হারান ১ লক্ষ ৪৯ হাজার ৯৯৯ টাকা। শোনা গিয়েছে, বান্দ্রা থানায় অভিযোগ জানিয়েছিলেন আফতাব। পরে পুলিশের সাইবার শাখাকেও জানান।

[আরও পড়ুন: নতুন ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয়, মদ, মাংস, সিগারেট ছাড়লেন রণবীর! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement