shono
Advertisement

সইফকাণ্ডের পর বান্দ্রা কি নিরাপদ নয়? শাহরুখের পর বাংলো ছাড়ছেন আমির খানও

কোথায় চললেন মিস্টার পারফেকশনিস্ট?
Published By: Sandipta BhanjaPosted: 09:15 PM Apr 21, 2025Updated: 09:15 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক বলিউড তারকা বান্দ্রা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। গত জানুয়ারি মাসে সইফ আলি খানের বান্দ্রার বাড়ি সদগুরু শরণে হামলার ঘটনার পর পরই শোনা যায় শাহরুখ খান মন্নত ছেড়ে ভাড়া বাড়িতে যাচ্ছেন। সেটা অবশ্য মন্নতের মেরামতির কাজের জন্যই। যদিও সইফ হামলার আবহে শোনা গিয়েছিল, মন্নতেও নাকি হামলার ছক কষেছিল ধৃত! এবার বলিউডে জব্বর খবর, আমির খানও তাঁর বান্দ্রার পালি হিলসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

Advertisement

আচমকাই কেন বান্দ্রার বাংলো খালি করছেন মিস্টার পারফেকশনিস্ট? জানা গিয়েছে, আমির খান যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে মুম্বইয়ের এক জনপ্রিয় রিয়াল এস্টেট কোম্পানি চোখধাঁধানো আবাসন তৈরি করতে চলেছে। চলতি বছরেই সেখানে উঁকি দেবে বিলাসবহুল গগনচুম্বী সেই আবাসন। ৩-৪ কামরার এই বড় ফ্ল্যাটের বারান্দায় বসে সমুদ্র সৈকত বিলাসে মজে উঠতে পারবেন ক্রেতারা। ভার্গো কোঅপারেটিভ হাউজিং সোসাইটির তত্ত্বাবধানেই এই কাজ হবে। উল্লেখ্য, এই কোম্পানির তৈরি একাধিক আবাসনেই আমিরের ফ্ল্যাট রয়েছে। জানা গেল, নতুন এই আবাসনে প্রতি বর্তফুটের দাম উঠতে চলেছে ১ লক্ষ টাকা। তাহলেই ছাহর করা যায় যে, কত কোটি টাকার অ্যাপার্টমেন্ট উঠতে চলেছে সেখানে। আর সেই জন্যই নাকি আমির খান বান্দ্রার বাংলো খালি করে অন্যত্র চলে যাচ্ছেন।

সূত্রের খবর, আমির-সহ এই আবাসনের অন্যান্য বাসিন্দাদেরও থাকার জন্য ফ্ল্যাট দিচ্ছে খোদ রিয়াল এস্টেট সংস্থা। এই এলাকাতেই আমির খানের আরেকটি বহুমূল্য অ্যাপার্টমেন্ট রয়েছে বলেও জানা গিয়েছে। যার বর্তমান বাজারদর ৯ কোটি। এবার সেটাই কি মিস্টার পারফেকশনিস্টের অস্থায়ী ঠিকানা হতে চলেছে? পাপারাজ্জিদের কৌতূহল তুঙ্গে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, আমির খান যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে মুম্বইয়ের এক জনপ্রিয় রিয়াল এস্টেট কোম্পানি চোখধাঁধানো আবাসন তৈরি করতে চলেছে।
Advertisement