সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধুনিকতার পালে হাওয়া লেগে সিনেবাজারে মাল্টিপ্লেক্সের দৌরাত্ম্য এখন সর্বত্র। দেশের সিঙ্গল স্ক্রিনগুলো ধুঁকছে। একাধিক রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকের অভাবে। বাংলাতেও তার সংখ্যা নেহাত কম নয়। অতিমারী উত্তর পর্বে সেই দুর্দশার চিত্র আরও ভয়ংকর! চলতি বছর শাহরুখ খানের ‘পাঠান’ যদিও বেশ কয়েকটি রাজ্যের বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন হলের দরজার তালা খুলেছে। এবার সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহের অভাব বোধ করে নতুন স্ট্র্যাটেজি সলমন খানের (Salman Khan)। প্রতিশ্রুতি দিলেন সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহ খোলার।
‘টাইগার ৩’র (Tiger 3) সাফল্যের পরই গা ঝাড়া দিয়ে উঠেছেন ভাইজান। দেশের একাধিক শহরে সিনেমা হল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। মাল্টিপ্লেক্সের একচেটিয়া রাজত্বে এবার তিনি দর্শকদের সিঙ্গল স্ক্রিনের স্বাদ দিতে চাইছেন। সলমনের এই পরিকল্পনা যদিও বছর চারেক আগের। তবে লকডাউনের জেরে সেই প্ল্যান বিশ বাঁও জলে চলে যায়! এবার বক্স অফিসে সাফল্যের মুখ দেখতেই দেশের সিনেবাজারে বড় পরিবর্তন আনার জন্য আদা-জল খেয়ে ময়দানে নামলেন বলিউড সুপারস্টার। তবে এই কাজে কোনও তাড়াহুড়ো করতে চান না ভাইজান। তিনি বলছেন, “সব ধীরে-সুস্থে হবে। তবে অবশ্যই এই স্বপ্নপূরণ করব।”
[আরও পড়ুন: ‘বাংলাদেশে প্রচুর ভারত বিদ্বেষী’, নিজের দেশের সমালোচনা করে পালটা বয়কটের মুখে চঞ্চল চৌধুরী!]
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের মন্তব্য, “অনেকদিন ধরেই সিনেমা হল খোলার প্ল্যান রয়েছে আমার। জমি কেনা, বিল্ডিং তৈরি করা থেকে দর্শকদের জন্য সমস্ত বন্দোবস্ত করা। সময় তো একটু লাগবেই। পরের বছর থেকে কাজ শুরু হবে। তবে হ্যাঁ, করব তো বটেই!”
প্রসঙ্গত, ‘টাইগার ৩’ ইতিমধ্যেই ৫০০ কোটির দুয়ারে পৌঁছে গিয়েছে। পাঠান, জওয়ান-এর রেকর্ড ভাঙতে না পারলেও ভাইজান কিন্তু বছর খানেকের ফ্লপ পিচ থেকে উঠেছেন। এরপর শাহরুখ খানের সঙ্গে যশ রাজ প্রযোজনা সংস্থার ব্যানারে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর শুটিং রয়েছে। আগামী বছর মার্চ মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা।