shono
Advertisement

দিল্লির পানশালার বাইরে বেধড়ক মার খেলেন অজয় দেবগন! ব্যাপারটা কী?

অভিনেতার মুখপাত্র জানালেন সত্যিটা।
Posted: 09:49 PM Mar 29, 2021Updated: 09:49 PM Mar 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় মধ্যরাত। দিল্লির এক পানশালার বাইরা ধুন্ধুমার কাণ্ড। সাদা শার্ট পরা এক ব্যক্তিকে ক্রমাগত মেরে চলেছে উপস্থিত জনতা। লোকটি মার খেয়েই চলেছেন। আচ্ছা লোকটিকে অজয় দেবগনের (Ajay Devgan) মতো দেখতে লাগছে না? এমনই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকে আবার নিশ্চিত দাবি করেছিলেন, ভিডিওর ব্যক্তি বলিউডে ‘তানাজি’ই।

Advertisement

— lalit kumar (@lalitkumartweet) March 28, 2021

[আরও পড়ুন: নিমতা কাণ্ডের ছবি পোস্ট করে তৃণমূলকে ধিক্কার যশের, মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন লকেটও]

সোমবার সকাল থেকেই ভারচুয়াল জগতে ভাইরাল হয়েছিল ভিডিওটি। বেলা গড়াতেই সত্যিটা ফাঁস হল। আর সেটা জানানো হল অজয় দেবগনের টিমের পক্ষ থেকে। যেখানে বিবৃতি জারি করে জানানো হয়। ভিডিওতে মার খাওয়া ব্যক্তিটি কোনওভাবেই অজয় দেবগন হতে পারে না। কারণ তিনি ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’ (Tanhaji: The Unsung Warrior) ছবির শুটিংয়ের পর থেকে দিল্লিতে যানইনি। এমনকী আগামী যে ছবিগুলি রয়েছে যেমন ‘ময়দান’, ‘মে ডে’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’। সেগুলির শুটিংও মুম্বইতেই হয়েছে। সুতরাং ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী ‘৮৬ বিশ্বকাপের মারাদোনা’, একান্ত সাক্ষাৎকারে কেন এ মন্তব্য ব্রাত্য বসুর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার