shono
Advertisement

‘খামখেয়ালি লোকটার জন্য দেশ ভুগবে’, ইন্ডিয়া-ভারত নাম তরজায় মোদিকে কটাক্ষ অনুরাগের!

দেশের নামবদলের প্রস্তাবের জন্য ঠিক কী বললেন পরিচালক?
Posted: 03:49 PM Sep 15, 2023Updated: 03:50 PM Sep 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সামাজিক কিংবা রাজনৈতিক ইস্যুতে বরাবরই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে অনুরাগ কাশ্যপকে (Anurag Kashyap)। গেরুয়া শিবির বিরোধী মন্তব্য করে একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন বলিউড পরিচালক। এবার ইন্ডিয়া বনাম ভারত নাম তরজায় মোদিকে (Narendra Modi) কটাক্ষ করলেন অনুরাগ কাশ্যপ।

Advertisement

শেক্সপীয়র অনেক আগেই বলেছিলেন- নামে কী যায় আসে?’। এবার ‘ইন্ডিয়া’ নাম নিয়ে তোলপাড় ভারতের রাজ্য-রাজনীতি! জি-২০ সম্মেলনের আমন্ত্রণপত্র থেকেই জল্পনার সূত্রপাত ঘটেছিল। যেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। সেই বিতর্কের আবহেই নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সামনের নামফলকে জ্বলজ্বল করতে দেখা গিয়েছে ‘ভারত’ নাম। সেখানে ‘ইন্ডিয়া’র কোনও স্থান নেই। এবার সেই প্রেক্ষিতেই অনুরাগ কাশ্যপ বললেন, “এতে তো বিশাল পরিমাণ করের অর্থ খরচ হবে। সমস্ত সরকারি নথিপত্র পরিবর্তন করতে হবে। যেটা ভীষণই অযৌক্তিক!”

[আরও পড়ুন: হাতে স্যালাইন, হাসপাতালেই ‘জওয়ান’ ছবির গানে নাচ রোগীর! ভিডিও দেখে কী বললেন শাহরুখ?]

এখানেই অবশ্য থামেননি পরিচালক। অনুরাগের মন্তব্য, “কবে ইন্ডিয়া ভারত ছিল না? একটা কাগজে ইন্ডিয়ার পরিবর্তে এখন থেকে ভারত লেখা হবে… ব্যস! আর জাস্ট ভাবুন, সমস্ত সরকারি নথিপত্রতে নতুন নাম লেখা হবে। সমস্ত দেশবাসীকে নিজেদের পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড সবকিছু রিনিউ করাতে হবে। নতুন করে নোট ছাপতে হবে। আর জনগণের চার বছরের করের টাকাতেই এটা করবে ওঁরা। আমজনতারও কতটা ঝক্কি! একটা খামখেয়ালি লোক নিজের খেয়ালে এসব করেন, এর পরিণতি কী হবে সেটা উনি ভেবেছেন কখনও?”

[আরও পড়ুন: হাজার কোটির আর্থিক দুর্নীতিতে গোবিন্দা, ‘ড্যামেজ কন্ট্রোল’ অভিনেতার ম্যানেজারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement