shono
Advertisement

‘ঝুলনকে আরও কাছ থেকে জানলাম’, কলকাতায় ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিং করে আবেগপ্রবণ অনুষ্কা

নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’।
Posted: 01:37 PM Oct 29, 2022Updated: 01:37 PM Oct 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলন গোস্বামীকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিংয়ে কলকাতায় অনুষ্কা শর্মা। কখনও হাওড়া স্টেশনে, তো কখনও ময়দানে, কখনও আবার আন্দুলে এই ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছে বিরাট ঘরনি। এবারের দিওয়ালিও এই শহরেই কাটিয়েছেন তিনি। ঘনিষ্ঠদের সঙ্গে কলকাতার রেস্তরাঁতেই পার্টি করেছেন অনুষ্কা। তাঁর অন্যতম প্রিয় শহর কলকাতা নিয়ে বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি কলকাতার শুটিং নিয়ে অনুষ্কা (Anushka Sharma) জানিয়েছেন, ”এই শহর সব সময়ই আমার হৃদয় জুড়ে থাকে। এই শহরের ভালবাসা, খাবার, লোকজন, দুর্দান্ত স্থাপত্য আমার দারুণ ভাল লাগে। কলকাতার সবই আমার ভাল লাগে। আর চাকদা এক্সপ্রেসের শ্যুটে এখানে আসতে পেরে সত্যিই আমার ভীষণ ভাল লাগছে। মনে হচ্ছে বৃত্তটা সম্পূর্ণ হল।”

অনুষ্কা আরও বলেন, পরীর সময় কলকাতায় শুটিং করতে এসেছিলেন। সে অভিজ্ঞতা আজও ভোলার নয়। তাছাড়াও এর আগে চাকদা এক্সপ্রেস ছবির ঘোষণার সময় এই শহরে এসেছিলেন। অনুষ্কার কথায়, ”ঝুলন এদেশের আইকন, বাংলার আইকন। ঝুলনের জীবনের গল্প তুলে ধরার জন্য কলকাতা-সহ বাংলার বিভিন্ন জায়গায় শ্যুট করা জরুরি ছিল। তাহলেই দর্শকদের কাছে ঠিক করে পৌঁছে দেওয়া যেত। ঠিকমতো ট্রিবিউট দেওয়া যেত। এই শুটিংয়ের মধ্য়ে দিয়ে আমিও ঝুলনের লড়াইকে কাছ থেকে দেখেছি।”

[আরও পড়ুন: ক্যাটরিনার সঙ্গে নাচতে গিয়ে ঘাবড়ে গেলেন সলমন! ‘বিগ বসে’র ভিডিও ভাইরাল]

ক্যামেরার সামনে কীভাবে ঝুলন গোস্বামী (Jhulan Goswami) হয়ে উঠলেন, সেই তথ্য কয়েক মাস আগে ফাঁস করেছিলেন অনুষ্কা শর্মা। কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তাঁর রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন অনুষ্কা (Anushka Sharma)। ছবির পরিচালক প্রসিত রায়ের মতে এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে।

ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল বিরাটপত্নীকে। তবে সেই ছবিটি এই বায়োপিকের কিনা তা নিয়ে বলিউডে গুঞ্জন কম হয়নি। প্রথমে করোনা, পরে অনুষ্কা অন্তঃস্বত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী অনুষ্কাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে অনুষ্কা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিপাড়ায় রটে যায়। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, তা অনুষ্কার পরের পোস্টেই জানা যায়। প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করেন অনুষ্কা।

নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Xpress)। শোনা গিয়েছে, ছবির জন্য অনুষ্কাকে ঝুলন তো সাহায্য করেছেনই পাশাপাশি ক্রিকেটের খুঁটিনাটি বুঝতে স্ত্রীকে সাহায্য করেছেন বিরাট কোহলি। অনুষ্কার ‘মেকওভারের’ পিছনেও নাকি রয়েছে বিরাটের পরামর্শ।

[আরও পড়ুন: ‘আমার টুইটার ফেরত চাই!’ মালিকানা বদল হতেই এলন মাস্কের কাছে আবদার কঙ্গনার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement