shono
Advertisement

Breaking News

ক্রিসমাসেই পুজোর মাসের স্বাদ দিলেন এঁরা

এই ভরা শীতের মরশুমে আচমকা দুর্গাপুজো কেন! The post ক্রিসমাসেই পুজোর মাসের স্বাদ দিলেন এঁরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 PM Dec 28, 2016Updated: 04:52 PM Dec 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা শহর মেতে আছে বড়দিনের সেলিব্রেশনে৷ সেই আবহে তনুশ্রী, সম্পূর্ণাদের দেখা গেল একেবারে অন্য মেজাজে৷ প্রেক্ষাপটে একচালা দুর্গা প্রতিমা৷ মাকে বরণ করতে বাঙালি নারীর চিরন্তন সাজে তৈরি তাঁরা৷ কারও হাতে ধরা ঘট৷ কেউবা নিয়েছেন বরণডালা৷ কিন্তু এই ভরা শীতের মরশুমে আচমকা দুর্গাপুজো কেন!

Advertisement

আসলে ‘দুর্গা সহায়’ হলে কিছুই অসম্ভব নয়৷ আর তাই ক্রিসমাসই হয়ে উঠতে পারে পুজোর মাস৷ সঙ্গে অবশ্য থাকতেই হবে অরিন্দম শীলকে৷ কেননা ক্যাপ্টেন ছাড়া কে আর এই ভরা শীতের মরশুমে দুর্গাপুজোর আবহ তৈরি করতে পারেন!

রহস্যের চোরাগলি ছেড়ে আপাতত পরিচালক অরিন্দম শীলের ঘোরাঘুরি সম্পর্কের কানাগলিতে৷ অভিজাত পরিবার, তার রীতি-নীতি রেওয়াজ, সম্পর্কের নানা টানাপোড়েনের বুনটেই এবার চিত্রনাট্য সাজিয়ে তুলেছেন পরিচালক৷ লাহিড়ী বাড়ির সে কাহিনি একটু একটু করে পর্দায় ফুটে উঠছে৷ আর সে বাড়ির সদস্য হয়েই পুজোর জন্য তৈরি দেখা গেল তনুশ্রী, সম্পূর্ণা৷

শবর, ব্যোমকেশের নজরকাড়া সাফল্যের পর তাঁর উপর টলিপাড়ার প্রত্যাশা অনেকখানি৷ নিজেকেও সম্ভবত অন্য বিষয়ে পরখ করে দেখে নিতে চান পরিচালক৷ আর তাই আত্মকেন্দ্রিক এই সময়ে দাঁড়িয়ে এক পরিবারের কাহিনি তুলে ধরতে চাইছেন পর্দায়৷ ছবিতে আছেন তনুশ্রী, সম্পূর্ণা, ইন্দ্রাশিস, সোহিনী, কৌশিক সেন প্রমুখ৷ ছবির শুটিং শুরু হয়েছে গত ১৮ ডিসেম্বর৷ সম্প্রতি সে ছবির শুটিংয়েই দেখা গেল এই দুর্গাপুজোর আয়োজন৷ বড়দিনের মরশুমে যেন এভাবেই এক টুকরো শরৎ উপহার দিলেন পরিচালক৷

 

The post ক্রিসমাসেই পুজোর মাসের স্বাদ দিলেন এঁরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement