সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার। বড়পর্দায় 'অলীক সুখ' ছবির পর আবারও তাঁদের একসঙ্গে নতুন ধারাবাহিকে দেখবেন দর্শক। জি বাংলার পর্দায় আসছে নাকি নতুন সেই ধারাবাহিক।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি নতুন ধারাবাহিকের প্রোমো শুট হয়ে গিয়েছে। ধারাবাহিকের নাম নাকি হতে চলেছে 'কমলা নিবাস'। শোনা যাচ্ছে, ভিন্ন স্বাদের প্রেমের গল্পই নাকি দর্শকদের বলবে নতুন এই ধারাবাহিক। প্রেমের গল্প নিয়ে গল্প এগোলেও তা যে একেবারে ভিন্ন স্বাদের হতে চলেছে সেকথা বলাই বাহুল্য। একইসঙ্গে বলতে হয়, সোহিনী সেনগুপ্তকে একাধিক ধারাবাহিকে দর্শক বিভিন্ন চরিত্রে দেখলেও ধারাবাহিকে মুখ্য চরিত্রে এই প্রথম দেখবেন। অন্যদিকে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল দেবশঙ্কর হালদারকে। তারপর বহু দিন তিনি ছোটপর্দা থেকে দূরে। এবার একেবারে ভিন্নস্বাদের গল্পে ফিরছেন তিনি।
শোনা যাচ্ছে, নতুন এই ধারাবাহিক মূলত একটি পরিবারের গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে। যদিও চ্যানেলের তরফে বা দুই শিল্পীর তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। শুধু তাই নয়, 'কমলা নিবাস' নাম থেকেও খানিকটা আন্দাজ করা যাচ্ছে ঠিক কী হতে পারে ধারাবাহিকের বিষয়বস্তু। সাংসারিক কূটকচালি, বা নায়ক-নায়িকার আদ্যোপান্ত প্রেমের গল্পের ভিড়ের মধ্যে দু'টি পরিণত মানুষের ভালোবাসার গল্প একটু স্বাদ পরিবর্তন করবে দর্শকদের এমনটাই ধারণা করছেন সকলে। উল্লেখ্য, টেলিপর্দায় এই মুহূর্তে এক পরিণত প্রেমের গল্প দেখছেন দর্শক। উল্লেখ্য, স্বতন্ত্র আর কমলিনীর গল্প নিয়ে 'চিরসখা' দেখছেন দর্শক।
