shono
Advertisement

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’

ভারতীয় সিনেমার নয়া ইতিহাস... The post প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 PM May 19, 2017Updated: 01:49 PM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেক্সপিয়র-মহাভারতের মিশেল, গ্রাফিক্সের কারসাজি আর প্রভাস-অনুষ্কাদের অভিনয়, ‘বাহুবলী ২’ ছবির ফ্রেমে ফ্রেমে মিশে আছে সবকিছুই৷ আর সেই ককটেলই ভারতীয় সিনেমার ইতিহাসে তৈরি করছে একের পর এক রেকর্ড৷ সম্প্রতি তা ছুঁয়ে ফেলল নয়া মাইলস্টোন৷ প্রথম কোনও ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে পা রাখল এস এস রাজামৌলির সিনেমা৷

Advertisement

আসলে এ কৃতিত্ব ‘বাহুবলী ২’-এর হলেও, প্রথম পর্বটিকেও কিন্তু এর থেকে বাদ রাখা যাবে না৷ কেননা সেটির প্রভাব অনেকখানি রয়েছে দ্বিতীয়টির সাফল্যে৷ সে ছবিতে এমন একটি প্রশ্ন রাজামৌলি ছেড়ে রেখেছিলেন, যে প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়েছিলেন দর্শকরা৷ কেন কাটাপ্পা বাহুবলীকে মারল- এর উত্তর নিয়ে কম জল্পনা হয়নি৷ ফলে তিলে তিলে যে উন্মাদনার জন্ম হয়েছে, যে আগ্রহ তৈরি  হয়েছে, তারই ফলশ্রুতি দ্বিতীয় পর্বের এই অভাবনীয় সাফল্য৷ মুক্তি পাওয়ার পর থেকেই তাই অব্যাহত বাহুবলীর বিজয়রথ৷ প্রত্যাশামতোই হাজার কোটির ক্লাবে পা রেখেছিল বাহুবলী৷ মুক্তির তিন সপ্তাহ পেরতে না পেরতেই এবার ছুঁয়ে পেল  ১৫০০ কোটি টাকার গণ্ডিও৷ ছবির অন্যতম প্রযোজক করণ জোহরও এ কথা ঘোষণা করেছেন৷

প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ‘বাহুবলী ২’-এর এ নজির অবশ্য ভারতের আঞ্চলিক সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকেও আশার আলো দেখাচ্ছে৷ বাহুবলীর গল্প তো নতুন কিছু নয়৷ কিন্তু সময়ের বিভিন্ন উপাদানগুলো বজায় রেখে যেভাবে সে কাহিনির উপস্থাপনা হয়েছে, প্রযুক্তির ব্যবহার করে যেভাবে রূপকথাকে জীবন্ত করা হয়েছে, তা মোহিত করেছে দেশের আপামর সিনেপ্রেমীকে৷ আর সেই আবেগই ক্রমশ এগিয়ে দিচ্ছে বাহুবলীকে৷  বক্স অফিসে এই অভাবনীয় বাজিমাতই তার ইঙ্গিত দিচ্ছে৷ ফলত তথাকথিত বলিউডকে পেরিয়েও যে আঞ্চলিক ইন্ডাস্ট্রিও যে দেশে আদিপত্য করতে পারে, বাহুবলী যেন তারই প্রমাণ দিচ্ছে৷

The post প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১৫০০ কোটির ক্লাবে ‘বাহুবলী ২’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার