সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Temple)। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিকে তাকিয়ে গোটা দেশ। আর সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে অযোধ্যা যেতে চাইছেন? কিন্তু টিকিট বা হোটেল কিচ্ছু পাচ্ছেন না? কুছ পরোয়া নেহি! নিজের বাড়িতেই সরাসরি দেখতে পাবেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। কিংবা যদি বড়পর্দায় দেখতে চান, সেই সুযোগও করে দিচ্ছেন দেশের তাবড় মাল্টিপ্লেক্স চেইন।
কোথায় দেখতে পাবেন? দেশের প্রথমসারির মাল্টিপ্লেক্স সংস্থা পিভিআর আইনক্স লিমিটেডের তরফে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার (Ram Mandir Inauguration) দিন বেলা ১১টা থেকে দুপুর ৩টে অবধি এই মাল্টিপ্লেক্সে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। পিভিআর আইনক্সের অ্যাপ, ওয়েবসাইট কিংবা অন্যান্য বুকিং প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন লাইভ অনুষ্ঠান দেখার টিকিট। দাম মোটে ১০০ টাকা। পাশাপাশি সংস্থার তরফে খাবারও ফ্রি। ওই ১০০ টাকার টিকিট কাটলেই পপকর্ন কিংবা কম্বো খাবার পেয়ে যাবেন। অযোধ্যা নগরীতে যেতে না পারলেও দর্শকরা যাতে এই বিশাল কর্মযজ্ঞের সাক্ষী থাকতে পারেন, সেইজন্যই পিভিআর আইনক্সের এমন উদ্যোগ।
[আরও পড়ুন: ‘ঠিক যেমন স্বপ্নে দেখেছিলাম’, রামলালার মুখ দেখেই উচ্ছ্বসিত ‘যোগী’ কঙ্গনা]
সংস্থার তরফে জানা গিয়েছে, গোটা দেশের ৭০টি শহরে পিভিআর আইনক্সের মোট ১৬০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। সূত্রের খবর, সেই তালিকায় কলকাতাও রয়েছে। কো সিইও গৌতম দত্ত উচ্ছ্বসিত হয়ে বলেন, বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। পুণ্যার্থীদের এমন সুযোগ করে দিতে পেরে আমরা সত্যিই ধন্য। এছাড়াও, ২২ তারিখের অনুষ্ঠান ডিডি ন্যাশনালেও সরাসরি দেখতে পাবেন।