সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত CID’ সিরিয়ালের ফ্রেডরিক্স তথা অভিনেতা দীনেশ ফড়নিশ (Dinesh Phadnis )। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে।
সূত্রের খবর, নানান শারীরিক সমস্যার ছিল তাঁর। সে কারণে ওষুধও খেতেন অভিনেতা। যার প্রভাব তাঁর লিভারে পড়ে। আর সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন। তবে শেষ রক্ষা হল না। সোমবার গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন দীনেশ।
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
১৯৯৮ সালে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সিআইডি সিরিয়ালের সফর শুরু হয়। কুড়ি বছর ছোটপর্দার এই সফর জারি থাকে। দেশের সবচেয়ে বেশি সময় ধরে চলা টেলিভিশন সিরিজের তকমা পায় তদন্তমূলক এই ধারাবাহিক। এসিপি প্রদ্যুম্ন, দয়ার পাশাপাশি ফ্রেডরিক্সের চরিত্রও বেশ জনপ্রিয় হয়। সিআইডি ছাড়াও ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’, ‘সুপার ৩০’র মতো সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন ৫৭ বছরের অভিনেতা।