shono
Advertisement

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, শান্তি বজায় রাখার আবেদন বলিউড তারকাদের

সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন অনুপম খের, ফারহান আখতাররা? The post অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, শান্তি বজায় রাখার আবেদন বলিউড তারকাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:42 PM Nov 09, 2019Updated: 01:42 PM Nov 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছরের প্রতীক্ষার অবসান। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। রায় নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই আবেদন জানিয়েছেন রাজনীতি থেকে ক্রীড়া ও বিনোজন জগতের ব্যক্তিত্বরা। বুদ্ধিজীবীরা দেশের সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন। পিছিয়ে নেই বলিউডও। ফারহান আখতার থেকে অনুপম খের, সবাই সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। মানুষ যাতে শীর্ষ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে শান্তি বজায় রাখে, সেই আবেদনই করেছেন তাঁরা।

Advertisement

অনুপম খের ‘রঘুপতি রাঘব রাজা রাম’ গানের কলি নিয়ে টুইটে করেছেন। বলেছেন, ‘আল্লাহ তেরে নাম, ঈশ্বর তেরে নাম। সবকো সম্মতি দে ভগবান।’ একই কথা বলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি গানের দু’টি লাইন নিয়ে টুইট করেছেন। পরিচালক অনুভব সিনহা বলেছেন, ‘আজ হিন্দু বা মুসলিম হয়ে ভেবো না। আজ ভারতীয়ের দৃষ্টিভঙ্গিতে দেখো।’ 

[ আরও পড়ুন: ছত্রপতি শিবাজিকে ‘অপমান’ করায় কেবিসি বয়কটের ডাক, ক্ষমা চাইলেন অমিতাভ ]

হংসল মেহেতা বলেছেন, ‘সময় লাগে। কিন্তু হয়ে যায়। সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি নিয়ে তার রায় শুনিয়েছে। আইনকে সম্মান জানান। আর যারা এ নিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে (রাজনৈতিক বা টিআরপি), তাদের এড়িয়ে চলুন। এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।’ এগিয়ে যাওয়ার কথা বলেছেন, অতুল কাসবেকরও।

মধুর ভান্ডারকর, হুমা কুরেশি ও ফারহান আখতার শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। হুমা লিখেছেন, ‘ক্ষতচিহ্ন ভরিয়ে এবার এক দেশের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।’ ফারহান আখতার বলেছেন, ‘আজকের অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে নিন। এই রায় আপনার পক্ষে যাক বা বিপক্ষে, মেনে নিন। আমাদের দেশের এগিয়ে যেতে হবে।’

[ আরও পড়ুন: হল না মানভঞ্জন? কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অনুপস্থিত প্রসেনজিৎ ]

The post অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, শান্তি বজায় রাখার আবেদন বলিউড তারকাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার