shono
Advertisement

সিনেমা হলে রিলিজ হোক ‘দিল বেচারা’, দাবি তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্তের ভক্ত

আইন পড়ুয়া সেই অনুরাগী কমিশনের চেয়ারপার্সনকে চিঠি লিখেও জানিয়েছেন।  The post সিনেমা হলে রিলিজ হোক ‘দিল বেচারা’, দাবি তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্তের ভক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM Jul 08, 2020Updated: 07:48 PM Jul 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “অনলাইন প্ল্যাটফর্মে নয়, ‘দিল বেচারা’ রিলিজ হোক বড় পর্দায়”, দাবি তুলে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্ত সিং রাজপুতের এক ভক্ত। যিনি কিনা আদতে একজন আইন পড়ুয়াও। 

Advertisement

প্রয়াত সুশান্তকে প্রকৃত সম্মান জানানোর জন্য সিনেমা হলেই অভিনেতার জীবনের শেষ ছবি রিলিজ করতে পারতেন ‘দিল বেচারা’ (Dil Bechara) সিনেমার নির্মাতারা, এই দাবি কিন্তু নিছক অমূলক নয়! অনেকেই এই প্রতিবাদী সুর তুলেছেন। সুশান্তের শহর পাটনাতেও অনেকে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এই দাবি তুলে। তবে এবার আশিস রাই নামে এক সুশান্ত-অনুরাগী একেবারে সরাসরি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে চিঠি লিখে পাঠালেন।

সূত্রের খবর, কমিশনের চেয়ারপার্সনকে চিঠি লিখে আশিস আবেদন জানিয়েছেন যে, “প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর শেষ ছবিটি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হোক। কোনও একটা বিশেষ উৎসবকে উপলক্ষ্য করে সিনেমা হলে ছবিটি রিলিজ করা ব্যবস্থা করা উচিত ছিল নির্মাতাদের। তবেই প্রয়াত সুশান্তের (Sushant Singh Rajput) প্রতি প্রকৃত সম্মান দেখানো হত। এত তাড়াহুড়ো করে ছবিটার মুক্তি ঘটানোর তো কোনও দরকার ছিল না! দয়া করে বড় পর্দায় রিলিজ করার ব্যবস্থা করুন।”

 

[আরও পড়ুন: রাজ্যে ফের কড়া লকডাউন নিয়ে কটাক্ষ বিজেপি মুখপাত্রের, টুইটে পালটা দিলেন নুসরত]

প্রসঙ্গত, ‘দিল বেচারা’ অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শুনে অনেকেরই মনোক্ষুণ্ণ হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর প্রতিবাদও হয়েছে। অভিনেতার শেষ ছবি সিনেমা হলে দেখার জন্য অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে করোনার কালবেলায় তা আর সম্ভব হয়নি! যত তাড়াতাড়ি সম্ভব এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আগামী ২৪ জুলাই হটস্টারে একসঙ্গে গোটা দেশ ঘরে বসেই দেখার সুযোগ পাবেন ‘দিল বেচারা’। ইতিমধ্যেই ছবির ট্রেলার শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড সেলেবরা। কিন্তু তাতে কী? সত্যিকারের অনুরাগীর মন কি আর এতে ভরে? অতঃপর তিনি সুশান্তের শেষ ছবি সিনেমা হলে রিলিজ করার দাবি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন।

[আরও পড়ুন: গোটা পরিবার একসঙ্গে থাকবে, আয়ুষ্মানরা কত কোটি টাকায় বাড়ি কিনলেন জানেন?]

The post সিনেমা হলে রিলিজ হোক ‘দিল বেচারা’, দাবি তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্তের ভক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement