shono
Advertisement

সুন্দরবনের মহিলাদের পাশে মনোজ বাজপেয়ী, ইনস্টাগ্রামে জানালেন বিশেষ আবেদন

ছবি শেয়ার করে একটিই অনুরোধ জানিয়েছেন বলিউডের ‘ফ্যামিলি ম্যান’।
Posted: 08:01 PM Oct 18, 2020Updated: 08:01 PM Oct 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ব্যস্ততম অভিনেতাদের তালিকাতেই মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) নাম উল্লিখিত হয়। ৫১ বছর বয়সেও প্রতিটা চরিত্র দক্ষতার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলেন তিনি। বড়পর্দায় পাশাপাশি ওয়েব দুনিয়াতেও হয়ে ওঠেন ‘ফ্যামিলি ম্যান’। এই ব্যস্ততার মাঝেই সময় করে সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়ালেন মনোজ। তাঁদের তৈরি মশারি কেনার আবেদন জানালেন ইনস্টাগ্রামে (Instagram) ছবি শেয়ার করে।

Advertisement

 

[আরও পড়ুন: করোনার জেরে আড়ম্বরহীন মুম্বইয়ের তারকাদের পুজো, কেমন হচ্ছে আয়োজন?]

নিজের এই পোস্টে মনোজ জানিয়েছেন, ষষ্ঠ শ্রমিক সম্মান লাইভলিহুড প্রজেক্টের (Shramik Sammaan Livelihood project) মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন সুন্দর বনের গোসাবা ব্লকের চাঁদিপুর এলাকার মহিলারা। স্বেচ্ছাসেবীদের সাহায্যে মশারি তৈরি করতে শুরু করেছেন। এই মশারি বিক্রির অর্থে নিজেদের পরিবার প্রতিপালন করতে পারবেন তাঁরা। করোনার (CoronaVirus) প্রকোপে এমনিতেই অনেক মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে। সংসার চালানো দায় হয়ে উঠেছে।

[আরও পড়ুন: ইউটিউবে লাইক-ডিসলাইকের সংখ্যা কেন লুকনো? অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’ ছবির গান নিয়ে প্রশ্ন]

এমন পরিস্থিতিতে সুন্দরবনের মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের তৈরি মশারি কেনার আবেদন জানিয়েছেন মনোজ। চাইলে একসঙ্গে অনেক মশারি কেনা যেতে পারে বলেও জানিয়েছেন। কিছুদিন আগেই আবার নিজের দিওয়ালি রিলিজের কথা জানিয়েছেন মনোজ। শেয়ার করেছেন ‘সূরজ পে মঙ্গল ভারী’র (Suraj Pe Mangal Bhari) ফার্স লুক। ১৩ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। মনোজের পাশাপাশি রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ এবং ফতিমা সানা শেখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement