‘যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি’, মমতার প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত

03:09 PM May 05, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাটট্রিক। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদি-শাহ জুটিকে কার্যত একা টক্কর দিয়েই এবার নবান্নে প্রবেশ করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত টলিপাড়ার একাধিক তারকা। এর মধ্যে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং বিজেপির তারকা সদস্য যশ দাশগুপ্ত।

Advertisement

বুধবার নিজের টুইটার প্রোফাইলে পরমব্রত (Parambrata Chatterjee) লেখেন, “যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি!” পরে অভিনেতা জানান, ২০১৬ সালে এক সাংবাদিক বন্ধু সোশ্যাল মিডিয়ায় কথাটি লিখেছিলেন। যিনি পরে নাকি ডানপন্থী হয়ে গিয়েছিলেন। সেই বন্ধুর টাইমলাইন থেকেই কথাগুলি নিয়েছেন বলে জানান অভিনেতা।

Advertising
Advertising

[আরও পড়ুন: বলিউডে মিলছে না কাজ, এবার দক্ষিণী ছবিই ভরসা রিয়া চক্রবর্তীর! বাড়ছে জল্পনা]

উত্তর ২৪ পরগনার বারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে জয় পেয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তিনি টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আপনাকে অনেক অভিনন্দন! বাংলা নিজের মেয়েকেই চায়। জয় বাংলা”

আসানসোল দক্ষিণের দুয়ারে দুয়ারে প্রচার করেও পরাজিত হয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তবে সায়নীর লড়াইয়ের প্রশংসা করেছেন দেব ও রাজ চক্রবর্তীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার দিন আমুলের কার্টুন শেয়ার করেছেন সায়নী। পাশাপাশি বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবি আজাদের টুইট শেয়ার করেছেন। নিজের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে তাঁকে পূর্বাঞ্চলের বাঘিনী আখ্যা দিয়েছেন গুলাম নবি।

বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে হারতে হয়েছে যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

[আরও পড়ুন: বাবার পর করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোনও, সংক্রমিত তাঁর গোটা পরিবার ]

Advertisement
Next