বলিউডে অনির্বাণ! রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন টলিপাড়ার তারকা?

02:26 PM Jun 05, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পা দিতে চলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। শনিবার সকাল থেকেই স্টুডিওপাড়ার অন্দরে শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর সত্যি হলে, রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতাকে।

Advertisement

এর আগে অভিনয়ের মাধ্যমে বলিউডে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো টলিপাড়ার তারকারা। ‘মর্দানি’ এবং ‘মর্দানি ২’ ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতেই অভিনয় করেছেন যিশু। এবার অনির্বার্ণের বলিউড ডেবিউ’র গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে কথা বলার জন্য ফোনে অনির্বাণকে পাওয়া যায়নি। তবে এক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে টলিউডের ‘খোকা’ জানিয়েছেন, এ বিষয়ে এখনই তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়।

[আরও পড়ুন: কাজ করছে না ফেসবুক অ্যাকাউন্ট, ক্ষুব্ধ হয়ে কী করলেন টলি-অভিনেত্রী?]

রানি মুখোপাধ্যায়ের ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway) ছবির ঘোষণা হয়েছিল। ছবির পরিচালক অসীমা ছিব্বার। বাকি কলাকুশলীদের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানি জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে।

Advertising
Advertising

শোনা গিয়েছে, বিদেশের লোকেশনে ছবির শুটিং হবে। অনির্বাণের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ড্রাকুলা স্যার’ (Dracula Sir)। রক্তিম ওরফে ড্রাকুলা স্যারের চরিত্রে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন অভিনেতা। তাঁর আগামী বাংলা ছবির তালিকায় রয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’ এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’। শোনা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতেও অভিনয় করছেন অনির্বাণ।

[আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘নাগিন’ সিরিয়াল খ্যাত অভিনেতা]

Advertisement
Next