মালদ্বীপে পৌঁছে দেবের কীর্তি, মাঝসমুদ্রে মাছ ধরলেন অভিনেতা

10:40 PM Jul 19, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে…”, এমনই যেন মনের ভাব দেবের (Dev)। মাঝ সমুদ্রে মাছ ধরে আপ্লুত টলিউডের সুপারস্টার। সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে (Instagram)। তবে মাছের কোনও ক্ষতি করেননি দেব। ছবি তোলার পরই তাকে আবার সমুদ্রের নীল জলে ফিরিয়ে দিয়েছেন। সেকথা ক্যাপশনে জানিয়েও দিয়েছেন অভিনেতা।

Advertisement

ছবি দেখে মানে হচ্ছে ছুটির মেজাজেই রয়েছেন অভিনেতা। শোনা গিয়েছে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতেও তেমন আভাসই মিলছে। এদিকে রুক্মিণীর (Rukmini Maitra) সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও মালদ্বীপের একাধিক ছবি রয়েছে।

Advertising
Advertising

[আরও পড়ুন: মা হতে চলেছেন ‘রানি রাসমণি’র ‘ভবতারিণী’, ধারাবাহিক থেকে কি বিরতি নেবেন তনুশ্রী?]

এখনও মুক্তির অপেক্ষায় দেবের একাধিক ছবি। পরিস্থিতি ঠিক থাকলে পুজোতেই মুক্তি পেতে পারে ‘টনিক’ এবং ‘গোলন্দাজ’। ‘গোলন্দাজ’ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। আবার রুক্মিণীর সঙ্গে ‘কিশমিশ’ ছবিতে জুটি বেঁধেছেন তিনি। ‘টনিক’-এর নাম ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছেন দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। অন্যদিকে ‘সনক’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন রুক্মিণী। সে ছবিতে রয়েছেন অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়াল। তাঁর আগে যেন একটু নিরিবিলিতে ক’টা দিন কাটিয়ে নিচ্ছেন দুই তারকা। আর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ও ভিডিও আপলোড করে চলেছেন। তাঁদের এই ছবি ও ভিডিও বেশ উপভোগ করছেন অনুরাগীরা। প্রতিক্রিয়ায় অনেকেই ভালাবাসার ইমোজি ব্যবহার করেছেন। 

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আগুন ধরালেন Fatima Sana Shaikh, ছবি দেখে কী বললেন আমিরকন্যা ইরা খান?]

Advertisement
Next