ধর্ষণে অভিযুক্ত Deepika Padukone-এর সহ-অভিনেতা Kris Wu

08:42 PM Aug 01, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সহ-অভিনেতা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের নাম ক্রিস উ (Kris Wu)। দীপিকার সঙ্গে হলিউডের xXx: Return of Xander Cage ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, কানাডার নাগরিক ক্রিস। বেশ কিছুদিন ধরেই চিনে বসবাস করেছিলেন। সিনেমায় অভিনয়ের আগে একটি পপ ব্যান্ডের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালে হলিউড অ্যাকশন থ্রিলার xXx: Return of Xander Cage মুক্তি পায়। সেই ছবির মধ্যে হলিউডে ডেবিউ করেছিলেন দীপিকা। ঘটনাচক্রে সেটি ক্রিসেরও প্রথম হলিউড ছবি ছিল। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন হলিউড তারকা Vin Diesel।

[আরও পড়ুন: অন্ধকারেই লুকিয়ে সত্যি! রহস্যভেদে অনির্বাণ-চান্দ্রেয়ী, দেখুন Mukhosh ছবির ট্রেলার]

শোনা গিয়েছে, ক্রিসের বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হেনস্তা করার অভিযোগ রয়েছে। জুলাই মাসে এক মহিলা অভিযোগ করেন, তিনি যখন ১৭ বছরের ছিলেন, তখন তাঁকে ধর্ষণ করা হয়। অনলাইনে নাকি মহিলাদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন ক্রিস। তারপর তাঁদের সঙ্গে দেখাসাক্ষাৎ শুরু করতেন। সুযোগ বুঝে মহিলাদের ধর্ষণ করতেন তারকা, এমনই অভিযোগ উঠেছে।

Advertising
Advertising

এই ঘটনার পরই শনিবার রাতে ক্রিসকে গ্রেপ্তার করা হয়। তারকার পক্ষ থেকে অফিশিয়ালি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ঘটনা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় চিনের নাগরিকরা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই ক্রিসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কানাডার বংশোদ্ভূত ক্রিস। তবে এতে তাঁর খুব একটা লাভ হবে না বলেই দাবি করেছেন নেটিজেনরা। দোষ প্রমাণিত হলে দীপিকার সহ-অভিনেতাকে শাস্তি পেতেই হবে বলে মত তাঁদের। উল্লেখ্য, Porsche’র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ক্রিস। তারকা ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরই সেই চুক্তি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: বিশেষ কারণে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করলেন Aamir-Kiran]

 

Advertisement
Next