‘মসিহা’র বিশ্বজয়, Special Olympics-এ এবার ভারতের মুখ Sonu Sood

04:46 PM Aug 02, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন সিনেমার ভিলেন। হয়ে গেলেন বাস্তবের নায়ক। করোনাকালে যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ছিলেন সোনু সুদ (Sonu Sood), যেভাবে সাধারণ মানুষের যে কোনও সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি, তাতে তারকাসুলভ চেহারা বদলে সোনু সুদ এখন সাধারণের কাছে মসিহা। হ্যাঁ, অভিনেতা সোনু সুদের নতুন নামকরণ এটাই। সেই সোনু সুদ ফের একবার দেশের মুখ উজ্জ্বল করতে চলেছেন। রাশিয়ায় আয়োজিত Special Olympics-এ ভারতের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।

Advertisement

২০২২ সালের জানুয়ারি মাসে রাশিয়াতে অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস (Special Olympics World Winter Games in Russia in 2022)। ১৯৬৮ সাল থেকে প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হয় স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমস। বিশেষভাবে সক্ষম মানুষেরা অংশ নিতে পারেন এই অলিম্পিকে।

[আরও পড়ুন: Anushka-র রূপে মুগ্ধ Virat Kohli, স্ত্রীকে সামনে পেয়ে শুরু করলেন নাচ! ভিডিও ভাইরাল]

সম্প্রতি ভারচুয়াল সাংবাদিক বৈঠকেও অংশ নিয়েছিলেন সোনু। স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারতের মুখ হওয়ার কথা জানতে পেরে সোনু তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এরকম একটা সুযোগ পেয়ে সত্যিই গর্ব হচ্ছে। আশা করি, দেশের খেলোয়াড়েরা রাশিয়ার মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবেন।’

Advertising
Advertising

শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে সোনু জানান, ‘বিদেশের মাটিতে নিজের ট্যালেন্টকে
প্রমাণ করার এটাই সবচেয়ে বড় সুযোগ। আশা করি, দেশের খেলোয়াড়রা এই সুযোগ পুরোপুরি কাজে লাগাবেন।’

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারতের মুখ সোনু সুদ হচ্ছেন, সে খবর পেয়ে আপ্লুত অভিনেতার ফ্যানেরাও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন সোনু সুদকে।

[আরও পড়ুন: ‘পোষ্যটি যশের, তাই না?’ সারমেয়কে নিয়ে ছবি পোস্ট করে ট্রোলড Nusrat Jahan]

Advertisement
Next