Independence Day: স্বাধীনতার অর্থ বোঝালেন Koel, ঐক্যের বার্তা দিলেন Prosenjit

02:27 PM Aug 15, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট। করোনা (Coronavirus) আবহে সুরক্ষাবিধি মেনেই পালিত হচ্ছে দেশের স্বাধীনতা দিবস (Independence Day)। তারকাদের শুভেচ্ছা জানানোর মাধ্যম সোশ্যাল মিডিয়া। সেখানেই স্বাধীনতার অর্থ বোঝালেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, তাঁর কাছে স্বাধীনতা মানে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়। নারী-পুরুষ নির্বিশেষে তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারা, কারও অনুমতি না নিয়ে অসহায় মানুষের সাহায্য করা, ধর্ম ও জাতপাতের ভেদাভেদ না করা, ভয় না পেয়ে নিজের মতামত প্রকাশ করতে পারা তাঁর কাছে স্বাধীনতা। উচ্ছৃঙ্খল না হয় নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারাও স্বাধীনতা বলে জানান কোয়েল।

Advertisement

[আরও পড়ুন: Independence Day: ‘তুমি ফিরবে’, সেনাদের স্যালুট জানিয়ে আবেগঘন ভিডিও পোস্ট Akshay-এর]

রোদ ঝলমলে নীল আকাশে তেরঙ্গা উড়িয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আবার গোটা আকাশই তেরঙ্গায় রাঙিয়ে দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।

Advertising
Advertising

[আরও পড়ুন: বাঁচাতেই হবে Pori Moni-কে, আদালতে এন্ট্রি নিলেন বাংলাদেশের আইনজীবী নায়ক!]

Advertisement
Next