shono
Advertisement

Lata Mangeshkar Health Update: কেমন আছেন লতা মঙ্গেশকর? জানাল হাসপাতাল

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার থেকে ফের ভেন্টিলেশনে রয়েছেন কিংবদন্তী শিল্পী।
Posted: 08:00 AM Feb 06, 2022Updated: 09:43 AM Feb 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার থেকে ফের ভেন্টিলেশনে কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় আপামর ভারতবাসী। কেমন আছেন তিনি?

Advertisement

রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রে খবর, সুর সম্রাজ্ঞীর শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। তবে আজও ভেন্টিলেশনেই থাকছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি। এদিন সকালে এমনটাই জানালেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি। গত ২৯ দিন ধরে তিনি কিংবদন্তী শিল্পীর দেখভাল করছেন।

[আরও পড়ুন: ইতিহাসের পাতায় যশ ধুলরা, ইংল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত]

এদিকে শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও একবার ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে। এর পরই তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন বোন আশা ভোঁসলে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূশ গোয়েলরা। স্বাভাবিকভাবেই হাসপাতালে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। শনিবার সন্ধেয় কিংবদন্তী শিল্পীর বোন আশা ভোঁসলে জানান, চিকিৎসকরা জানিয়েছেন লতা স্থিতিশীল রয়েছেন।

 

[আরও পড়ুন: স্ত্রীর আধার কার্ড ব্যবহার করে প্রেমিকার সঙ্গে হোটেলে প্রেম, গ্রেপ্তার ব্যবসায়ী]

গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের (COVID-19) পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। জানুয়ারি মাসের শেষের দিকে লতা মঙ্গেশকরের করোনামুক্ত হওয়ার খবর পেলে। জানা যায়, নিউমোনিয়ার লক্ষণও নেই কিংবদন্তি শিল্পীর শরীরে। ভেন্টিলেশন থেকে সরানো হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পীকে। তার পর শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement