ডেলিভারি ম্যান কপিল শর্মা, ‘জিগাটো’র ট্রেলারে ফুটে উঠল রেটিং নির্ভর জীবনের যন্ত্রণা

04:20 PM Mar 01, 2023 |
Advertisement

This browser does not support the video element.

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেডির রাজা কপিল শর্মা (Kapil Sharma)। তবে এবারে সিরিয়াস রোলে দেখা যাবে তাঁকে। নতুন ছবি ‘জিগাটো’য় (Zwigato) অ্যাপ নির্ভর সংস্থার ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় কমেডিয়ান। বুধবার প্রকাশ্যে এসেছে ট্রেলার।

Advertisement

নন্দিতা দাস পরিচালিত ছবিতে মানসের চরিত্রে দেখা যাবে কপিলকে। ভুবনেশ্বরের বাসিন্দা মানস ফ্লোর ম্যানেজার হিসেবে এক কারখানায় কাজ করত। চাকরি হারানোর পর অ্যাপ নির্ভর সংস্থার ডেলিভারি ম্যানের চাকরি করতে বাধ্য হয় সে। রেটিং নির্ভর জীবনের যন্ত্রণা ফুটে ওঠে সিনেমার আগাম এই ঝলকে।

[আরও পড়ুন: দাড়ি-গোঁফ আর বিকিনি পরে সুইমিং পুলে! আজব কীর্তি সারা আলি খানের]

টেলিভিশনে সুপারহিট হলেও বড়পর্দায় এখনও সেভাবে সাফল্য পাননি কপিল। ‘কিস কিসকো প্যায়ার করু’, ‘ফিরঙ্গি’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দু’টি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবার নন্দিতা দাসের পরিচালনায় অভিনয় করেছেন। সাফল্য কি এবার তাঁর ঝুলিতে আসবে? এই প্রশ্নের উত্তর মিলবে ১৭ মার্চ। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

‘জিগাটো’র ট্রেলার লঞ্চে কপিল জানান, অভিনেত্রী এবং পরিচালক, নন্দিতা দাসের দুই ভূমিকাতেই তিনি মুগ্ধ। নন্দিতার মতো একজন পরিচালক তাঁকে নায়ক হিসেবে ভাবতে পারেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। কপিল ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ রয়েছেন সাহানা গোস্বামী, গুল পনাগ, সায়নী গুপ্ত এবং স্বানন্দ কিরকিরে।

[আরও পড়ুন: ‘দিদি নাম্বার ১’-এ যেতে চান? এবার নাম নথিভুক্ত করা আরও সহজ, জানালেন রচনা]

This browser does not support the video element.

Advertisement
Next