কিছুটা খোলা, কিছুটা ঢাকা, আজব পোশাকে রং খেললেন উরফি জাভেদ, ভিডিও ভাইরাল

06:58 PM Mar 07, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকরা বলছেন, যাক কিছু তো পরেছেন উরফি। না হলে…তাঁর ফ্যাশনের যা হাল! তবে অনুরাগীরা কিন্তু উরফির হোলি ভিডিও দেখে দারুণ খুশি হয়েছেন।

Advertisement

তা এবার কী কাণ্ড ঘটিয়েছেন উরফি?

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে উরফি জাভেদের নতুন ভিডিও। যেখানে তাঁকে দেখা গিয়েছে সাদা রঙের আজব পোশাকে হোলি খেলতে ব্যস্ত তিনি। পোশাকটি ঠিক কী ধরনের তা নিয়ে ধন্দে নেটিজেনরা। তবে এসব পাত্তা নেই উরফির। বরং খোলামেলা পোশাকে হোলি খেলেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন সুন্দরী।

Advertising
Advertising

[আরও পড়ুন: বাক্স ভরতি মাছ! হাসনাবাদের মেলায় গিয়ে বিধায়কের কাছ থেকে অভিনব উপহার পেলেন কাঞ্চন মল্লিক]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: চোখে কালশিটে, কপালে ক্ষত, ছবি শেয়ার করে প্রেমিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দক্ষিণী অভিনেত্রীর! ]

Advertisement
Next