সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার জিমে ছুরিকাহত হলেন বলিউড অভিনেতা আমন ঢালিওয়াল। খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জিমে মন দিয়ে এক্সারসাইজ করছিলেন আমন। সেখানে হঠাৎ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে আমনকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপ দিতে শুরু করে। তবে শেষমেশ ধরাও পড়ে যান ব্যক্তিটি। গুরুতর অবস্থায় অভিনেতাকে ভরতি করা হয়েছে হাসপাতালে।
Advertisement
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় গুরুতর আহত আমন। আমনের শরীরের বহু জায়গায় আঘাত লেগেছে তা বোঝা যাচ্ছে হাসপাতালে ভর্তি করানোর পর প্রকাশিত একটি ছবিতে। যেখানে দেখা গিয়েছে, তাঁর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। ক্ষতর জায়গা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। মাথাতেও ব্যান্ডেজ রয়েছে আমনের।
[আরও পড়ুন: ‘গপ্পো মীরের ঠেক’ থেকে চুরি হল গল্প! চোরকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইনে পথে ‘সক্যালম্যান’]
হিন্দি ও পাঞ্জাবি সিনেমার বেশ পরিচিত মুখ আমন। তাঁকে দেখা গিয়েছিল হৃতিক ও ঐশ্বর্য অভিনীত ছবি ‘যোধা-আকবর’ ছবিতে।
[আরও পড়ুন: হঠাৎ করেই ইউটিউবে গায়েব ‘ভিড়’ ছবির ট্রেলার! রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা]
Loading videos...