‘আমার বলিউডে পা রাখার সময় হল?’, শাহরুখের সঙ্গে দেখা করেই প্রশ্ন মার্কিন রাষ্ট্রদূতের

12:24 PM May 17, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এর মধ্যেই বলিউড অভিষেকের স্বপ্ন দেখছেন এরিক মাইকেল গারসেটি (Eric Michael Garcetti)। শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িতে গিয়েছিলেন তিনি। সেই ছবি পোস্ট করেই লেখেন, “আমার বলিউডে পা রাখার সময় হল?”

Advertisement

চলতি বছরের ১১ মে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন এরিক। তারপর থেকে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। মঙ্গলবার শাহরুখ খানের সঙ্গে মন্নতে দেখা করার ছবি শেয়ার করেন। আর ছবির ক্যাপশনে লেখেন, “আমার বলিউডে পা রাখার সময় হল? মন্নতে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দারুণ আড্ডা হল। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম আর বলিউড-হলিউডের সাংস্কৃতিক মাহাত্ম্য সম্পর্কের কথা হল।”

[আরও পড়ুন: ‘কোনও আইন ভাঙিনি…’, হেলমেট ছাড়া বাইকে চড়ার আসল কারণ জানালেন অমিতাভ]

যে ছবি এরিক পোস্ট করেছেন, তাতে শাহরুখের স্ত্রী গৌরী এবং তাঁর ম্যানেজার পূজা দদলানিকেও দেখা গিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে অটোগ্রাফও দিয়েছেন বলিউড বাদশা।

শাহরুখের পরে আবার মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেছিলেন এরিক। নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রও ঘুরে দেখেন তিনি। যেন গোটা ভারতকে চিনে নিতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত।

[আরও পড়ুন: নেড়া মাথায় মেহেন্দি! ভিডিও আপলোড করে চমকে দিলেন অস্কারজয়ী অভিনেত্রী]

Advertisement
Next