shono
Advertisement

‘গাঙ্গুবাই’য়ের জয়জয়কার, বাজিমাত ‘ভেদা’ হৃতিকের, রইল IIFA বিজয়ীদের পুরো তালিকা

IIFA 2023 কড়চা: কোন বলিউড তারকাদের বাড়িতে গেল ট্রফি? দেখুন
Posted: 01:23 PM May 28, 2023Updated: 03:48 PM May 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মিদুনিয়ার সবথেকে গ্ল্যামারাস অনুষ্ঠান IIFA অ্যাওয়ার্ডস-এর সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মুম্বই থেকে আরব আমিরশাহীতে ভিড় জমিয়েছেন বলিউড তারকারা। প্রতিবছরই এই তারকাখচিত অনুষ্ঠান নিয়ে অনুরাগীদের কৌতূহল থাকে তুঙ্গে। এবছরও তার অন্যথা হয়নি। কার হাতে উঠল পুরস্কার? আর কারাই বা নেচে মঞ্চ মাতাল? কিংবা ফ্যাশনে আইফা-র সবুজ কার্পেটে বাজিমাত করল কারা? এসব খুঁটিনাটি বিষয়ে নজর থাকে দর্শক-অনুরাগীদের। এবার অপেক্ষার অবসান। কারণ সেরা অভিনেতা-অভিনেত্রী থেকে ক্যামেরার নেপথ্যে কারা কেরামতি দেখিয়ে পুরস্কার জিতে নিল সেই তালিকা প্রকাশ্যে।

Advertisement

একনজরে দেখে নিন কোন তারকাদের বাড়িতে গেল IIFA-র ট্রফি?

সেরা ছবি: দৃশ্যম ২

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)

মুখ্য চরিত্রে সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

মুখ্য চরিত্রে সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম ভেদা)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিও)

সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য আবদান: মনীশ মালহোত্রা

ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান

কাহিনি থেকে অনুপ্রাণিত সেরা ছবি: আমিল কিয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)

সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস)

আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব: রীতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি ‘বেদ’

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মাহেশ্বরী (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি), বাবিল খান (কালা)

সেরা নবাগতা অভিনেত্রী: খুশালী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- রসিয়া)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- কেশরিয়া)

সেরা সংগীত পরিচালনা: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা- কেশরিয়া)

সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

টাইটেল ট্র্যাকে সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২

সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২

সেরা সম্পাদনা: দৃশ্যম ২

সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা

সেরা আবহ সংগীত: বিক্রম ভেদা

সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement