shono
Advertisement

ডিসেম্বরে শুটিং শুরু ‘হামি ২’র, ‘ভুটু ভাইজান’এবার আসবে নতুন অবতারে

'হামি ২' নিয়ে কী বললেন নন্দিতা-শিবপ্রসাদ?
Posted: 01:30 PM Oct 07, 2021Updated: 01:30 PM Oct 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন চলছিল পরিচালক নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shiboprosad Mukherjee) ‘হামি’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে তৈরি। এই গুঞ্জনে সিলমোহর দিয়ে পরিচালক জুটি জানিয়ে ছিলেন তাঁরাও তৈরি ‘হামি ২’ (Haami 2) নিয়ে। তবে হঠাৎ করে গোটা বিশ্ব জুড়ে করোনার থাবায় থমকে গেল সব কিছু। লকডাউনের চক্করে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ, বন্ধ করতে হয় সিনেমার শুটিং। তাই উপায় না দেখে পরিচালকদ্বয় গুটিয়ে দেন ‘হামি ২’র কাজ। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চলছে সিনেমার শুটিং। সিনেমা হলেই মুক্তি পাচ্ছে নানা ছবি। এই পুজোতেই প্রায় ৬ টি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হয়েছে, তাই সুযোগ বুঝে ফের নন্দিতা ও শিবপ্রসাদ ‘হামি ২’র কাজ করতে শুরু করে দিলেন। পরিচালক জুটির প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ প্রোডাকশনের ফেসবুক পেজে ইঙ্গিত দিলেন ‘হামি ২’ আসছে। ডিসেম্বরেই শুরু হবে এই ছবির শুটিং। 

Advertisement

তা কেমন হবে ‘হামি ২’? বাস্তবে তো ‘ভুটু ভাইজান’ ওরফে ব্রত বন্দ্য়োপাধ্যায় একটু বড় হয়েছে। তাহলে ‘হামি ২’র গল্প কোনদিকে?

[আরও পড়ুন: চিকিৎসা কেলেঙ্কারির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন পরমব্রত, সঙ্গী শুভশ্রী ও বনি!]

সংবাদমাধ্যমের কাছে ছবির গল্প একেবারেই ফাঁস করতে চাননি পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ। তাঁদের কথায়, ‘গল্প নিয়ে কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, হামি ২-তে রয়েছে প্রচুর চমক। আগের ছবির সব অভিনেতারাই থাকবেন। সঙ্গে থাকবে প্রচুর নতুন মুখ!’

২০১৮ সালে শিবপ্রসাদ ও নন্দিতার ‘হামি’ ছবি মুক্তি পায়। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। ইউটিউবে এই ছবির ট্রেলার ও গানের ভিউ এক সপ্তাহেই লক্ষ পার করেছিল। ‘ভুটু ভাইজান’-এর চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্য়ায়ের অভিনয় প্রশংসিত হয়েছিল। রাতারাতি সবার নয়নের মণি হয়ে উঠেছিল শিশু শিল্পী ব্রত। ‘হামি’র সাফল্যকে মাথায় রেখেই ‘হামি টু’ ছবির শুটিং শুরু করতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। 

[আরও পড়ুন:‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’, মহামায়া রূপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement