সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর তেইশের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের গ্রাফ একধাক্কায় উঠে গিয়েছিল। একই বছরে পরপর বলিউডি অ্যাকশন ঘরানার ছবি কিস্তিমাত করেছে। কিন্তু চব্বিশের শুরুয়াৎটা সেভাবে হল না। ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এক দিনেই ১০০ কোটির ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল সেই ছবি। এবার সেই একই পরিচালক সিদ্ধার্থ আনন্দ দেশপ্রেমকে উসকে দিতে ‘ফাইটার’ (Fighter box office collection) এনে বাজিমাত করতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছে ধীর গতিতে হলেও পূরণ হচ্ছে! গতবছরের তুলনায় বক্স অফিসে অনেকটা পিছিয়েই গিয়েছে ঠিকই এই বিগ বাজেট সিনেমা। তবে শেষমেশ ৪ দিনে ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল হৃতিক-দীপিকার ‘ফাইটার’ (Fighter)।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’ । বড়পর্দায় হৃতিক-দীপিকার (Deepika Padukone, Hrithik Roshan) রয়াসনের পাশাপাশি পুলওয়ামা, বালাকোট এয়ার স্ট্রাইকের কাহিনি দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। প্রথম দিন দুয়েকে আয় হয়েছিল মোটে ৬১ কোটি টাকা। বৃহস্পতিবার, ওপেনিং ডে-তে ‘ফাইটার’ ব্যবসা করেছিল ২২.৫ কোটি টাকার। সাধারণতন্ত্র দিবসে অবশ্য সেই আয়ের গ্রাফ বেশ খানিকটা উঠেছে। শুক্রবার আয় করেছে ৩৯ কোটি টাকা। সপ্তাহান্তে শনিবার-রবিবার সেই ব্যবসাও ছাড়াল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’। ভারতে মোট ১১৮ কোটি টাকা আয় করেছে হৃতিক-দীপিকার সিনেমা। গাল্ফ দেশে যদিও এই সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও ৪ দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে ‘ফাইটার’। সেই সঙ্গে বেড়েছে ছবি ইভিনিং শোয়ের সংখ্যাও।
[আরও পড়ুন: ফিল্ম ফেয়ারে সেরা রণবীর-আলিয়া, শাহরুখ-দীপিকাদেরও টেক্কা! রাহাই ঘোরালো ভাগ্যচক্র?]
সিনেমার চিরাচরিত প্লট। ভারত-পাকিস্তানের শত্রুতা। সন্ত্রাস। এমন গল্প দর্শকদের কাছে নতুন নয়। সেই কবে থেকেই বলিউডি পর্দায় ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন, শত্রুতার গল্প উঠে আসছে। ‘ফাইটার’ ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি! সেই চেনা ছকে খেলেছেন পরিচালক। তবে যুদ্ধবিমানের চেসিং সিকোয়েন্স দারুণ। রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখতে মন্দ লাগেনি বটে। ভিজ্যুয়ালি দারুণ হলেও আবেগের দিক থেকে অগভীর ‘ফাইটার’। আর তারই ফল প্রতিলক্ষিত হয়েছে বক্স অফিসের রেজাল্টে।