shono
Advertisement

হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!

'ফাইটার' সিনেমার দৈর্ঘ্য নিয়ে নানা মুনির নানা মত! মুখ খুললেন প্রযোজক।
Posted: 01:58 PM Jan 01, 2024Updated: 01:58 PM Jan 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার দৈর্ঘ্য নিয়ে বেশ হইচই হয়েছিল। তিন ঘণ্টার উপরে সেই ছবি নিয়ে কম চর্চা হয়নি! ‘ডাঙ্কি’র ক্ষেত্রেও সেই কৌতূহল ছিল অনুরাগীদের। এবার প্রকাশ্যে এল ফাইটার ছবির দৈর্ঘ্য। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সেই সময়েই রিলিজ করছে ‘ফাইটার’ (Fighter)।

Advertisement

প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), হৃতিক রোশন (Hrithik Roshan) অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য় অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই সোশাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে সিনেমার দুটো গান। যেখানে বলিউডের ‘গ্রীক গড’ হৃতিকের সঙ্গে ‘বেশরম’ অবতারে দেখা গিয়েছে দীপিকাকে। এবার সিনেমার দৈর্ঘ্য ফাঁস করলেন খোদ প্রযোজক সিদ্ধার্থ আনন্দ।

সম্প্রতি ‘ফাইটার’ সিনেমার দৈর্ঘ্য নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছিল। কেউ বলেছিলেন এই ছবি ৩ ঘণ্টার উপরে। আবার কেউ আন্দাজ করেছিলেন ২ ঘণ্টার সিনেমা। এত শোরগোলের মাঝে শেষমেশ ‘ফাইটার’ প্রযোজক নিজেই ফাঁস করলেন আসল রান টাইম। এক্স হ্যান্ডেলে সিদ্ধার্থ লিখেছেন, “‘ফাইটার’-এর দৈর্ঘ্য নিয়ে বেশ গুজব রটছে! ছবির আসল দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪০ মিনিট।”

[আরও পড়ুন: নবাবি স্টাইলে নতুন বছরকে স্বাগত সইফ-করিনার, ফাঁস পতৌদিদের অন্দরমহলের ছবি]

প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। আর দিন কয়েকের অপেক্ষা। ২৫ জানুয়ারি রিলিজ করছে হৃতিক-দীপিকার এই ছবি।

[আরও পড়ুন: নতুন বছরে নতুন বাড়ি, ৭০ কোটির তাক লাগানো বাংলো কিনলেন জন আব্রাহাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement