সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ / সেরে যাবে সব পাগলামি/ শুধু ৩টে ৪টে ৭টা ৮টা হামি”। মিষ্টি এই কথাতেই শিশু দিবসের (Children’s Day) সকাল জুড়িয়ে দিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Roy)। প্রকাশ করলেন ‘হামি ২’র (Haami 2) প্রথম পোস্টার।
করোনা (CoronaVirus) পরিস্থিতির প্রভাব ‘হামি ২’র এই পোস্টারে বেশ ভালভাবেই পড়েছে? যাতে মাস্ককেই চরিত্রের মতো ব্যবহার করা হয়েছে। সেই দিয়েছে সুরক্ষার ‘হামি’। ২০২১ সালেই মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতা জুটির এই ছবি। জানানো হয়েছে পোস্টারে।
[আরও পড়ুন: চেনা ছকের বাইরে যেতে পারল আবির-রুক্মিণীর ‘সুইৎজারল্যান্ড’? পড়ুন ফিল্ম রিভিউ]
২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।
এবারেও ব্রত থাকছে ছবিতে। থাকছেন আরও একজন। টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। অবশ্য ছবিতে কীভাবে তাঁকে দেখা যাবে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে স্প্যাগেটি বনাম কালোজামের মিষ্টি লড়াই দেখতে মুখিয়ে থাকবেন দর্শকরা। ঝাগড়াঝাটি, মারামারি, রাগ সবই থাকবে। আবার ভাবও হয়ে যাবে সবার শেষে। ২০২১ সালে এভাবেই নতুন করে ‘হামি’র স্পর্শে ভালবাসা ছড়িয়ে দিতে চলেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।