shono
Advertisement

Breaking News

‘অভিনয় ছেড়ে দেব’, অস্কার সেরে দেশে ফিরেই কেন এ মন্তব্য জুনিয়র এনটিআরের?

এক সিনেমার প্রচারে গিয়ে কথাগুলি বলেন 'RRR' সিনেমার তারকা।
Posted: 04:40 PM Mar 20, 2023Updated: 04:40 PM Mar 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য অস্কার (Oscars 2023) সেরেছেন। এর মধ্যেই জুনিয়র এনটিআরের মুখে অভিনয় ছাড়ার কথা শোনা গেল। দক্ষিণী অভিনেতা-পরিচালক বিশওয়াক সেনের ‘কা ধামকি’ ছবির প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন ‘RRR’ ছবির তারকা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি।

Advertisement

হায়দরাবাদে ছিল এই প্রচার অনুষ্ঠান। জুনিয়র এনটিআর যেতেই তুমুল শোরগোল করতে থাকেন অনুরাগীরা। অভিনেতাকে আবার কখন বড়পর্দায় দেখা যাবে? এই প্রশ্ন করতে থাকেন অনেকে। এর উত্তরেই অভিনেতা বলেন, “আমি কোনও সিনেমাই এখন করছি না। যদি এভাবে বারবার প্রশ্ন করতে থাকেন তাহলে অভিনয় করাই ছেড়ে দেব।”

[আরও পড়ুন: স্বরা ভাস্করের রিসেপশনে যেতে না পারায় চিঠি মমতার, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার