shono
Advertisement

উদ্বিগ্ন হলিউড! এবার করোনা আক্রান্ত ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার হিভজু

COVID-19 সংক্রমণের পর ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতাও রয়েছেন সেলফ কোয়ারেন্টাইনে। The post উদ্বিগ্ন হলিউড! এবার করোনা আক্রান্ত ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার হিভজু appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Mar 17, 2020Updated: 01:26 PM Mar 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টম হ্যাংকস এবং খ্যাতনামা জেমস বন্ড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কোর পর এবার আরও দুই জনপ্রিয় হলিউড অভিনেতা করোনার কোপে। প্রথমজন ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা ইদ্রিস এলবা এবং দ্বিতীয়জন ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ক্রিস্টোপার হিভজু। সদ্য ক্রিস্টোফার ও ইদ্রিস নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের COVID-19 সংক্রমণের কথা জানিয়েছেন।

Advertisement

৪৭ বছর বয়সি খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা জানিয়েছেন, সম্প্রতি COVID-19 পরীক্ষায় তাঁর পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি শয্যাশায়ী নন। বরং, পরিবার এবং বাকিদের কথা চিন্তা করে আলাদা রয়েছেন। রোগের কোনওরকম উপসর্গ নেই তাঁর শরীরে বলেও জানিয়েছেন ইদ্রিস। কিন্তু সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা। নিজের করোনা সংক্রমণের পাশাপাশি তিনি অনুরাগীদেরও প্যানিক না করে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, ‘গেম অফ থ্রোনস’-এর ক্রিস্টোফার হিভজুও করোনা আক্রান্তের খবর দিলেন। তিনি ও তাঁর পরিবার নরওয়েতে কীভাবে সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন, তা জানিয়ে এক লম্বা পোস্ট করেছেন তিনি। ক্রিস্টোফারে কথায়, তাঁর বাড়ির লোকেরা ঠিক থাকলেও তিনি আপাতত একটু সর্দি-কাশিতে ভুগছেন। পাশাপাশি তিনি এও সাবধানবাণী দিয়েছেন যে এই মারণরোগ আরও ভয়াবহ আকার নিতে চলেছে, কাজেই সবার উচিত সাবধানতা অবলম্বন করা। “সবাইকে একসঙ্গে করোনার মোকাবিলা করতে হবে। জনগণের স্বার্থে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলুন”, বলছেন হিভজু। 

করোনা সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা ৭ হাজার ১৫৮। আক্রান্ত ১ লক্ষ ৬৪ হাজার ৮৩৭ জন। বিভিন্ন জায়গায় জারি জরুরি অবস্থা। লন্ডনের চেহারা বোধ হয় স্মরণাতীত কালেও কেউ দেখেননি! সুইৎজারল্যান্ডেও জারি জরুরি অবস্থা। স্পেনে বন্ধ ট্রেন-উড়ান সব।

The post উদ্বিগ্ন হলিউড! এবার করোনা আক্রান্ত ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা ক্রিস্টোফার হিভজু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement