সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ডি বিচে জঙ্গি হামলায় কোনওমতে প্রাণে বাঁচলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল ভন। রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি উৎসবে ভয়ংকর জঙ্গি হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। গুলিবৃষ্টির মধ্যে কোনওমতে এক রেস্তরাঁয় ঢুকে নিজেকে বাঁচাতে পেরেছেন ভন। ভয়ংকর সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়।
রবিবার ছিল ইহুদি উৎসব হানাকার সূচনা। বন্ডি বিচে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা। সেখানে গুলি চালায় দুই ব্যক্তি। আচমকা এহেন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন সমুদ্র সৈকতে থাকা সকলেই। তবে সৌভাগ্যক্রমে ভন ঢুকে পড়েন একটি রেস্তরাঁয়। তবে নিশ্চিত মৃত্যু থেকে ফিরে সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'রেস্তরাঁর মধ্যে আটকে ছিলাম, তাতেও প্রচণ্ড ভয় লাগছিল।'
তবে ভন এখন নিরাপদে রয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। যে প্রৌঢ় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বন্দুকবাজকে ধরেছেন, তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন ভন। বন্ডি বিচের হামলায় তাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, তদন্তকারীরা জানতে পেরেছেন, সিডনির হামলাকারীরা সম্পর্কে বাবা-ছেলে। মৃতের বয়স ৫০, সে বাবা। ২৪ বছরের ছেলে হাসপাতালে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৯৯৮ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে বাবা এসেছিল। পরে ধাপে ধাপে তা রেসিডেন্ট ভিসা পেয়ে তারা সে দেশেই থেকে যায়।
হামলাকারী বাবা-ছেলে ‘শখের শিকারি’ বলে পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল। লাইসেন্স পেতে ঘোরাঘুরিও করছিল। ৫০ বছরের বাবা একটি গানক্লাবের সদস্য। এক সূত্রের খবর, তারা পাকিস্তানি বংশোদ্ভুত। তবে ২৪ বছরের ছেলেটির জন্ম অস্ট্রেলিয়াতেই, তা নিশ্চিত করেছে প্রশাসন। কী কারণে তারা ইহুদিদের উপর এত বড় হামলা চালাল, সেই উত্তর খুঁজছে পুলিশ। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ স্পষ্ট জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র আইন আরও কড়া হবে।
